• ডায়মন্ড হারবারে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ
    প্রতিদিন | ১০ আগস্ট ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নেশার টাকা না পেয়ে বাবকে খুন ছেলের! ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ‘গুণধর’ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    মৃত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য। তিনি ডায়মন্ড হারবার শুকদেবপুরের বাসিন্দা। বাড়িতে বাবা-ছেলে ছাড়া কেউ থাকেন না বলে জানিয়েছেন প্রতিবেশিরা। অভিযোগ ছেলে সুপ্রিয় বৈদ্য প্রায় নেশা করেন। প্রতিনিয়ত তা নিয়ে ঝামেলা লেগেই থাকত। বেকার সুপ্রিয় বাবার থেকে টাকা নিয়েই নেশা করতেন। শনিবার সন্ধ্যায় বাবার কাছে টাকা চান যুবক। প্রৌঢ় নিজেও সেইভাবে কিছু না করায় টাকা দিতে পারেননি। অভিযোগ, তাতেই হরেন্দ্রনাথবাবুকে ধারালো অস্ত্রের কোপ মারেন ছেলে। রক্তাক্ত অবস্থায় ঘরের পড়ে থাকেন তিনি। পরে মৃত্যু হয়।

    বাড়িতে কেউ না থাকায় প্রথমে বিষয়টি কেউ জানতে পারেনি। দীর্ঘক্ষণ বাড়ি থেকে কারও সাড়া শব্দ না পেয়ে ঘরে উঁকি মারেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে রয়েছেন হরেন্দ্রনাথবাবু। বিষয়টি জানতে পেরেই পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত ছেলেকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। শুধু নেশার টাকার জন্যই খুন নাকি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)