গভীর রাতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন তিন জন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধা বাজার এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুর থেকে কোলাঘাটের দিকে আসছিল একটি মালবোঝাই ট্রাক। সিদ্ধা বাজারের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটপাথে উঠে যায় ট্রাকটি। প্রবল গতিতে চালানো ট্রাকটি লোহার ব্যারিকেড ভেঙে একের পর এক দোকানে ধাক্কা মারতে থাকে। দোকানের ভিতরে থাকা কর্মী ও খরিদ্দারদের অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন। গুরুতর জখম অবস্থায় বেশ কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকের গতি ছিল অস্বাভাবিক এবং চালক ও খালাসি মত্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার সময় বাজারে অনেক লোকজন ছিলেন বলেও জানান স্থানীয়রা। একের পর এক দোকান গুঁড়িয়ে দেওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার পর দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মৃত তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শনাক্তকরণের কাজ চলছে। আহত ও মৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ট্রাকচালক ও খালাসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ। এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া। নিরাপত্তার অভাব ও যানবাহনের বেপরোয়া গতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।