• কুমারগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে জওয়ানের মর্মান্তিক পরিণতি
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • তড়িদাহত হয়ে মর্মান্তিক পরিণতি হলো এক বিএসএফ জওয়ানের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা। আলো জ্বালাতে গিয়ে ইলেকট্রিক শক লাগে স্বপ্ননীল সুভাষ সোনাওয়ানে (৩৯) নামে ওই জওয়ানের। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। শনিবার রাতে কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রামপঞ্চায়েতের মাধবপুর বর্ডার আউট পোস্টের দোলাকুড়িতে এই ঘটনা ঘটে।

    সুভাষ মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা। তিনি বিএসএফের ৫৭ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন৷ ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। সূত্রের খবর, শনিবার দোলাকুড়িতে বেশ কয়েকটি আলো জ্বলছিল না। খবর পেয়ে সেখানে যান তিনি।

    সেখানে কাজ করার সময়ে তড়িদাহত হন ওই জওয়ান। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    রবিবার বালুরঘাট জেলা হাসপাতালে যান বিএসএফের ৫৭ নম্বর ব্যাটেলিয়নের উচ্চপদস্থ আধিকারিকরা। দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পতিরাম থানা ও বিএসএফ। তবে এ নিয়ে বিএসএফের তরফে এখনও কিছু জানানো হয়নি।

  • Link to this news (এই সময়)