ফের থানার সামনে থেকে চুরি হল ওসির লাল গাড়ি। শুক্রবার রাতের ঘটনা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া গাড়িটি। কেউ গ্রেফতার না হলেও অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ওই দিন ভোরে রাতের টহল দিয়ে চারু মার্কেট থানার সামনে গাড়িটি রাখেন গাড়িচালক। গাড়িতেই চাবি রেখে তিনি থানায় ঢোকেন। কিছু পরে থানার সেন্ট্রি পুলিশকর্মী দেখেন, এক ব্যক্তি গাড়ির চালকের আসনে বসে সেটি চালু করার চেষ্টা করছে। অভিযোগ, ওই পুলিশকর্মী এগোতেই তাঁকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে রাসবিহারী মোড়ের দিকে চলে যায় অভিযুক্ত। সূত্রের দাবি, লালবাজারে গাড়ি চুরির কথা জানানো হয়। সিসি ক্যামেরা দেখে গাড়ির খোঁজ শুরু হলে জানা যায়, সেটি পার্ক সার্কাসের দিকে গিয়েছে। করেয়া থানার বাইক টহলদারি বাহিনী একটি লাল গাড়ি দেখে খোঁজ নিয়ে জানে, গাড়িটি চারু মার্কেট থানার ওসির। পুলিশ সূত্রের খবর, সিসি ক্যামেরা দেখে ওই ব্যক্তির খোঁজ চলছে।