রাখির মিষ্টি আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু স্কুলছাত্রীর
আনন্দবাজার | ১০ আগস্ট ২০২৫
রাখি কেনা হলেও তা আর পরানো হল না দাদা-ভাইদের!
রাখি কিনে রাখা ছিল ব্যাগে। বাকি ছিল মিষ্টি কেনা। সাইকেল নিয়ে সেই মিষ্টি কিনতেই গিয়েছিল এক স্কুলছাত্রী। কিন্তু বাড়ি আর ফেরা হল না। ফেরার পথে রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল তার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার নেপালগঞ্জের রাঘবপুর মনসা মন্দির এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিঙ্কি মাখাল (১৫)। সে নবম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে এলাকার একটি মিষ্টির দোকানে গিয়েছিল ওই ছাত্রী। মিষ্টি কেনার পরে সেইদোকান থেকে সাইকেল চালিয়ে ফিরছিল সে। রাস্তায় পিছন থেকে একটি গ্যাস সিলিন্ডার বোঝাইগাড়ি সাইকেলে ধাক্কা মারে। যার জেরে সাইকেল থেকে ছিটকে ওইগাড়ির চাকার নীচে গিয়ে পড়ে রিঙ্কি। গাড়িটি কিছু দূর টেনে নিয়ে যায় তাকে। ওই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে গাড়ি ফেলে পালিয়ে যান চালক। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রের খবর, ওই কিশোরীর সাইকেলে রাখা একটি ব্যাগে রাখি ও মিষ্টি পাওয়া গিয়েছে। ওই ছাত্রী মা-বাবার একমাত্র সন্তান। শনিবার তুতো দাদা-ভাইদের রাখি বাঁধার কথা ছিল তার। সেই জন্যই রাখি ও মিষ্টি আনতে গিয়েছিল ওই ছাত্রী। এমনই জানিয়েছে তার পরিবার। দুর্ঘটনা ঘটানো গাড়িটি আটক করা হয়েছে বলে বিষ্ণুপুর থানা সূত্রে জানা গিয়েছে।