বেহাল রাস্তার জন্য হাসপাতালে পৌঁছনোর আগেই অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে দাবি করল তাঁর পরিবার। মুর্শিদাবাদের নবগ্রাম থানারচানক বাবুপাড়ার বাসিন্দা ওই শিক্ষকের নাম রাধাবিনোদ ঘোষ (৬৭)। তাঁর পরিবারের দাবি, হাসপাতালে নিয়ে না যেতে পারায় চিকিৎসা ছাড়াই রাধাবিনোদবাবুর মৃত্যু হয়েছে। ওই রাস্তাটি স্থানীয় নবগ্রাম পঞ্চায়েত সমিতির অধীন। পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল বলেন, “পঞ্চায়েত সমিতির অধীনে অনেক ক’টি রাস্তা আছে যেগুলোর সংস্কারের কাজ হয়নি, তবে হবে। এই বিশেষ রাস্তাটি সম্বন্ধেজানা নেই।”
রাধাবিনোদবাবুর আত্মীয় বাপি চক্রবর্তী বলেন, “শুক্রবার গভীর রাতে তাঁর বুকে ব্যথা শুরু হলে অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছিল। কিন্তু গ্রামের কাঁচা রাস্তায় এক হাঁটুকাদা। অ্যাম্বুল্যান্স ঢুকতে না পেরে ফিরে যায়। খাটিয়ায় করে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। চিকিৎসা ছাড়াই তাঁর মৃত্যু হয়েছে।” স্থানীয় বাসিন্দা প্রাক্তন কৃষি সম্প্রসারণ আধিকারিক জামিন হাসদা জানান, “রাস্তাঘাটের উন্নতি হলে হয়তো বিনা চিকিৎসায় মৃত্যু হত না তাঁর।”
জাতীয় সড়ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাবুপাড়া ও প্রধানপাড়ায় প্রায় তিনশো পরিবারের বাস। প্রায় ১ কিলোমিটাররাস্তা বেহাল। বর্ষায় এঁটেল মাটিতে হাঁটাও দুষ্কর। তবে নবগ্রামেরবিধায়ক তৃণমূলের কানাইচন্দ্র মণ্ডল বলেন, “অ্যাম্বুল্যান্স চলাচলে কোনও বাধা নেই, এটা বিরোধীদের অপপ্রচার।”