• ‘মেয়েকে আনতে গিয়েছিলাম, এসে দেখি বাড়ি দাউ দাউ করে জ্বলছে’, ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুরে
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • বসতবাড়িতে আগুন লেগে ভয়াবহ ঘটনা দুর্গাপুরে। সেখানকার ডিপিএল টাউনশিপের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে তিনতলার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

    জানা গিয়েছে, শনিবার রাত প্রায় সাড়ে ন'টা নাগাদ আগুন লাগে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। দমকলের চারটি গাড়ি সময়মতো ঘটনাস্থলে এসে পৌঁছলে আগুন আরও ছড়িয়ে পড়া থেকে রোখা গিয়েছে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    তবে কী ভাবে তিনতলার ঘরে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছেন শট সার্কিট থেকে। আবার কেউ বলছেন গ্যাস সিলিন্ডার থেকে। আবাসনের এক তলার বাসিন্দা মৌসুমি চট্টোপাধ্যায় বলেন,‘ আমি মেয়েকে কোচিংয়ে আনতে গিয়েছিলাম। পাড়ার লোকে ফোন করে বলল বাড়িতে আগুন লেগে গিয়েছে। এসে দেখি তিনতলা দাউদাউ করে জ্বলছে। আগুন দেখতে পেয়ে দমকলে ফোন করি। তিনতলা সব শেষ হয়ে গিয়েছে।’ আতঙ্কের সুর তখনও মৌসুমী চক্রবর্তীর গলায়। তিনি বলেন, কোনও মতে আমার পোষ্যগুলোকে বাইরে বের করেছি আর সিলিন্ডারটা অফ করেছি।’

    আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারাও। ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, এই আবাসনগুলি ডিপিএল কারখানার কর্মীদের। তিনতলা আবাসনে প্রতিটা ফ্লোরে একটি করে পরিবার থাকে। কী কারণে ও কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা।

  • Link to this news (এই সময়)