• আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে জেলাজুড়ে মানব বন্ধন, রক্তে লেখা শপথ
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • এই সময়, সোদপুর ও বারাসত: আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস ধর্ষণ ও খুনের এক বছর পূর্ণ হলো। অধরা বিচার চেয়ে শনিবার নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন সোদপুরের নির্যাতিতার বাবা-মা। তাঁদের পাশে দাঁড়াতে পানিহাটির একদল যুবক এক অভিনব পন্থা নিলেন। নিজেদের শরীরের থেকে কয়েক ফোঁটা রক্ত দিয়ে লিখলেন পোস্টার। সেই পোস্টার হাতে নিয়েই সোদপুর অমরাবতী থেকে নবান্ন পর্যন্ত মিছিলে হাঁটলেন তাঁরা। অভয়ার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সুর মিলিয়ে বসিরহাট থেকে মধ্যমগ্রাম, অশোকনগর থেকে কাঁচড়াপাড়া সর্বত্র পথে নেমেছেন মানুষ।

    শনিবার সকালে সোদপুর অমরাবতী মাঠে জড়ো হয়েছিলেন প্রতিবাদীরা। এর মধ্যেই দেখা গেল কয়েকজন যুবক রক্ত দিচ্ছেন। এর পর সেই রক্ত সংগ্রহ করেই কয়েকটি প্রতিবাদী পোস্টার লিখলেন তাঁরা। তাঁদেরই একজন জয় সাহা বললেন, ‘তিলোত্তমা থেকে শুরু করে বিগত এক বছরে বেশ কয়েকজন বোন ধর্ষিতা হয়েছেন। আমরা সকলের জন্যই রাস্তায় নেমেছি। আমরা রক্ত দিয়ে শপথ নিতে চাই, বিচার আমরা ছিনিয়ে আনবই।’

    এ দিন সোদপুর অমরাবতী থেকে বিশাল মিছিল নবান্নের উদ্দেশে যাত্রা করে। নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই আরজি করের নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে সেই মিছিলে পা মেলান। জেলা জুড়ে সর্বত্রই মানববন্ধনের মাধ্যমে বিচার ছিনিয়ে নেওয়ার সুর চড়িয়েছেন নাগরিক সমাজ। অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি অভয়ার বিচারের দাবিতে মানববন্ধনে সামিল হন বাম ছাত্র–যুবরাও।গানে, কবিতায়, নাটকে, স্লোগানে জেলার সর্বস্তরের মানুষ ছিলেন প্রতিবাদী মুডে।

    মধ্যমগ্রামের মেঘদূত থেকে মাইকেলনগর পর্যন্ত রাস্তার ধারে মানব বন্ধনের মাধ্যমে প্রতিবাদ করেন বাম ছাত্র–যুবরা। মধ্যমগ্রামের তিলোত্তমা প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে এ দিন সকালে সোদপুর রোডের আরতি সিনেমা হল এবং কালীবাড়ি বাজারের সামনে পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে অভয়ার জন্য বিচার ছিনিয়ে নেওয়ার অঙ্গীকার করেন মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুল সংলগ্ন রবীন্দ্র মঞ্চে নাটক, গানে প্রতিবাদ জানানো হয়।

    বারাসত শহরের হেলাবটতলা থেকে কলোনি মোড় এবং ডাকবাংলো মোড় পর্যন্ত মানব বন্ধনে সামিল হন শহরের নাগরিক সমাজ।বারাসতের অভয়া মঞ্চের পক্ষ থেকে এ দিন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মানব বন্ধনের পাশাপাশি মহিলাগের নিরাপত্তার অঙ্গীকার করে রাখিবন্ধন করা হয়। চাঁপাডালি মোড়েও বামেরা মানববন্ধন করে। সন্ধ্যার পরে অভয়ার বিচার চেয়ে পথে নামেন অশোকনগরের অভয়া নাগরিক মঞ্চের জয়শ্রী দাস, তৃণাঙ্কা পোদ্দাররা। অশোকনগরের চৌরঙ্গি মোড় থেকে অসংখ্য মানুষ মিছিল করেন। মিছিল হয় বিল্ডিং মোড় পর্যন্ত। বনগাঁর ত্রিকোণ পার্কেও নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন হয়েছে।

  • Link to this news (এই সময়)