• বিরল শ্রেণির খনিজ পদার্থের অনুসন্ধানে সক্রিয় জিএসআই
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশ দূষণ কমাতে সৌরবিদ্যুতের মতো পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধির উপর গোটা বিশ্বের সঙ্গে ভারতেও জোর দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশে ৫০০ গিগাওয়াট ‘নন ফসিল’ উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাঁধা হয়েছে। এই ধরনের বিদ্যুৎ উৎপাদন পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজন কিছু বিরল শ্রেণির খনিজ পদার্থ (ক্রিটিক্যাল মিনারেলস)। দেশে ক্রিটিক্যাল মিনারেলসের অনুসন্ধানে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই)। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে জিএসআই বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যপ্রদেশেব জব্বলপুরে জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল। সংস্থার ডিরেক্টর জেনারেল অসিত সাহা এবং খনিজ ক্ষেত্রের বিশেষজ্ঞরা আলোচনাসভায় যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড  কনসালটেন্সি লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আই ডি নারায়ণ, অ্যাটমিক মাইনিং ডিরেক্টর ধীরজ পান্ডে প্রমুখ। জিএসআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যপ্রদেশসহ দেশের বিভিন্ন জায়গায় ক্রিটিক্যাল মিনারেলস ব্লকের সন্ধান পাওয়া গিয়েছে।
  • Link to this news (বর্তমান)