নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কোন্নগরের অবন ঠাকুরের বাগানবাড়ির মিউজিয়ামটি এবার থেকে ভার্চুয়াল মাধ্যমে ঘুরে দেখা যাবে। প্রায় একবছর আগে ওই পরিকল্পনা হাতে নিয়েছিল কোন্নগর পুরসভা। লন্ডনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কারিগরি সহায়তায় শনিবার সেই প্রকল্প উদ্বোধন হয়েছে। দেশে, বিদেশে সমস্ত জায়গা থেকেই এবার বাগানবাড়িতে না এসেও তার সৌন্দর্য ও ঐতিহ্যকে উপভোগ করা যাবে। এদিনের অনুষ্ঠানে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুরপ্রধান স্বপন দাস সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। স্বপনবাবু বলেন, ভার্চুয়াল সফরের মাধ্যমে ওই বাগানবাড়ি ও মিউজিয়াম নিয়ে আগ্রহ বাড়বে। তাতে পর্যটক সমাগমও বৃদ্ধি পাবে। একটি নির্দিষ্ট ওয়েবসাইট মারফত ওই ভার্চুয়াল সফর করা যাবে।