• বিধায়ক ও সাংসদের তরজায় এখনও গলল না বরফ
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘মানুষের জন্য ভালো কাজ করতেই দিদি আমাকে হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন। মানুষও ভরসা দেখিয়েছেন। তাই আমি কাজ করব এবং তাতে বাধা দিলে মুখ খুলব।’ রাখিবন্ধনের অনুষ্ঠানে এসে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার এই মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে তাঁর কিছু বিষয়ে মতান্তর হয়েছিল। সেই প্রেক্ষিতেই এদিন তিনি ওই মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, ‘বিধায়কের ভালো থাকাটা খুব জরুরি, সেই সঙ্গে ভালো হওয়াটাও।’ দিনকয়েক আগে বিধায়ক দাবি করেছিলেন, দু’জনে একসঙ্গে মানুষের জন্য কাজ করবেন। রাখিবন্ধনকে ঘিরে রাজনৈতিক মহলের তাই কৌতূহল ছিল, দু’জনকে কি তবে একমঞ্চে পাওয়া যাবে? কিন্তু রাত পর্যন্ত তেমনটা দেখা যায়নি। এদিন বিধায়ক অবশ্য বলেন, ‘দু’জনের পৃথক কর্মসূচি থাকতেই পারে। কিন্তু আমরা একইসঙ্গে তৃণমূলের আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই। সেই মানসিকতাতেই আমাদের 

    ঐক্য আছে।’
  • Link to this news (বর্তমান)