• আইডিবিআই ব্যাঙ্কে সোমবার ধর্মঘট
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১১ আগস্ট সোমবার দেশজুড়ে ধর্মঘট আইডিবিআই ব্যাঙ্কে। ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (এআইবিওএ)। ধর্মঘটকে সমর্থন করেছে প্রায় সবক’টি ব্যাঙ্ক সংগঠন। এআইবিইএ’র সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির ৪৫.৪৮ শতাংশ মালিকানা রয়েছে সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে। ভারতীয় জীবন বিমা নিগমের হাতে আছে ৪৯.২৪ শতাংশ শেয়ার বা মালিকানা। এলআইসি যেহেতু সরকারি সংস্থা, তাই ব্যাঙ্কের মূল মালিকানা সরকারেরই। বেসরকারি হাতে আছে মাত্র ৫.২৮ শতাংশ শেয়ার। কেন্দ্রীয় সরকার চাইছে, সরাসরি সরকারি মালিকানা কমিয়ে ১৫.২৪ শতাংশে নিয়ে আসা হবে। এলআইসি’র মালিকানা কমে হবে ১৮.৭৬ শতাংশ। বেসরকারি হাতে যাবে মালিকানার ৬৬ শতাংশ। এরই প্রতিবাদে, অর্থাৎ আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের ধারণা, কোনও বিদেশি সংস্থার হাতে ওই ব্যাঙ্কের মালিকানা তুলে দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সার্বিকভাবে এর প্রতিবাদ করে যাব আমরা। 
  • Link to this news (বর্তমান)