• ‘অবৈধ সম্পর্ক’ হাতেনাতে ধরতেই বধূর স্বামীকে মার বিজেপি প্রধানের, অভিযোগ থানায়, অস্বীকার অভিযুক্তের
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রীকে অন্ধকারে বিজেপি প্রধানের সঙ্গে একাকী দেখতে পান স্বামী। তার প্রতিবাদ করতেই বধূর স্বামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি প্রধানের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জাগুলিয়ার কল্যাণী মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত হন বধূর স্বামী উজ্জ্বল দাস। এদিন রাতেই তিনি আমডাঙার মরিচা পঞ্চায়েতের বিজেপির প্রধান সঞ্জীব ওরাংয়ের বিরুদ্ধে নদীয়ার হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমডাঙার মরিচার বাসিন্দা উজ্জ্বলের বাড়িতে যাতায়াত ছিল বিজেপির প্রধান সঞ্জীব ওরাংয়ের। অভিযোগ, এরপর উজ্জ্বলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জীব। বিষয়টি জানার পরই দম্পতির মধ্যে শুরু হয় অশান্তি। উজ্জ্বল ও তাঁর স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। শুক্রবার সন্ধ্যায় নির্জন রাস্তায় প্রধান সঞ্জীবের সঙ্গে স্ত্রীকে একাকী দেখে প্রতিবাদ করেন উজ্জ্বল। তখনই উজ্জ্বলকে বেধড়ক মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। 

    আক্রান্ত উজ্জ্বল বলেন, ‘প্রধান স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। এজন্য আমাদের সংসার ভেঙেছে। এদিন হাতেনাতে দু’জনকে ধরে ফেলতেই সঞ্জীব আমাকে মারধর করেন। আমার মোবাইল কেড়ে প্রমাণের ভিডিও ছবি ডিলিট করে খুনের হুমকিও দিয়েছেন তিনি। এরপর স্ত্রীকে দিয়ে থানায় আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করিয়েছেন।’ 

    যদিও এই অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান সঞ্জীব বলেন, ‘আমার সঙ্গে উজ্জ্বলের দেখাই হয়নি। স্ত্রীর সঙ্গে ওদের কী অশান্তি হয়েছে তা আমার জানা নেই। তৃণমূলের লোকদের সঙ্গে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওঁরা।’ 

    এই প্রসঙ্গে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, ‘ওঁদের সম্পর্ক নিয়ে সবার জানা। এরপর শুনলাম হরিণঘাটা থানায় বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। আর নিজে বাঁচতে আমাদের নামে কুৎসা করছেন তিনি।’
  • Link to this news (বর্তমান)