নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সাসপেনশন উঠে গেল কলকাতা পুলিসের ইনসপেক্টর রত্না সরকারের। পুলিস কমিশনার মনোজ ভার্মা ৮ আগস্ট তাঁর সাসপেনশন তুলে নিয়েছেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে গত ১৮ জুলাই নর্থ ডিভিশনের ক্রাইম অ্যাসিস্ট্যান্ট বা সিএ রত্না সরকারকে জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত। ৫ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান তিনি।