• নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ধাক্কা লরির, পাঁশকুড়ায় মৃত তিন
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম একাধিক। লরিটিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে আটটা নাগাদ কোলাঘাট থেকে মেছোগ্রাম অভিমুখে যাচ্ছিল এক ষোলো চাকার লরি। হঠাৎ পাঁশকুড়া থানার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিদ্ধা বাজার এলাকায় একের পর এক দোকানে গিয়ে ধাক্কা মারে লরিটি। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশকে।

    স্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি পানের দোকান, একটি স্টেশনারি দোকান, একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে। লরিটির চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতরা বর্তমানে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে। ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায়। পুলিশের তরফে একটি ক্রেন এনে লরিটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। প্রায় ২ঘণ্টা ১৬ নম্বর জাতীয় সড়কের একদিক বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়।

  • Link to this news (এই সময়)