অতুলচন্দ্র নাগ, ডোমকল: স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে বলে অভিযোগ! সেই নিয়ে দু’জনের মধ্যে বিবাদও হত বলে অভিযোগ। স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করত স্বামী। এবার স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোপীনাথপুর এলাকায়। মৃতার নাম হামিলা খাতুন(২৩)।
মৃতার পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর আগে হামিলা ও আলম শেখ ওরফে রুবেলের বিয়ে হয়। দম্পতির একটি বছর দুই বয়সের কন্যা সন্তানও আছে। বিয়ের পর থেকেই হামিলার উপর অত্যাচার চলত বলে অভিযোগ। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায় প্রতিদিনই তাঁকে মারধর করত বলে অভিযোগ। সম্প্রতি আলম শেখের একটি পরকীয়া সম্পর্কের কথা স্ত্রী জানতে পেরে যায় বলে খবর। হামিলাকে বাড়ি থেকে বার করে অন্য একটি বিয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন আলম! স্ত্রীর উপর অত্যাচারের মাত্রাও বেড়ে গিয়েছিল বলে অভিযোগ। দিন ২০ আগে ওই তরুণীর চুলও কেটে দেওয়া হয়!
আজ, শনিবার বাড়ি থেকে উদ্ধার হয় ওই তরুণীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ। স্বামী রুবেল স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে পলাতক আলম শেখ। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার বাপেরবাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আলমের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। বাড়ি থেকে ২০ কিমি দূরে লালবাগ শহর থেকে পরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।