বাবুল হক, মালদহ: মাত্র সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানা এলাকার একটি গ্রামে। ওই শিশুকন্যা গুরুতর জখম অবস্থায় মালদহ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, মালদহের চাঁচল এলাকায় দুই পরিবারের বাস। ঘটনাটি গতকাল, শুক্রবারের। নিজের বাড়ির এলাকার রাস্তায় খেলছিল ওই কন্যা। সেসময় তাকে ওই অভিযুক্ত কিশোর ফুঁসলিয়ে বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি শুরু করে। কান্না শুনে ছুটে যান প্রতিবেশীরা। ওই শিশুর মা-বাবাও সেখানে যান। শিশুটিকে উদ্ধার করা হয়। ওই কিশোরের বাবা-মাকে ঘটনার কথা জানালেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই শিশুর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পরে কিশোরের পরিবারের তরফে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
নির্যাতিতা শিশুকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হইয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। শারীরিক অবস্থার অবনতি হলে ওই কন্যাকে রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে জুভেনাইল আদালতে পাঠানো হবে বলে খবর। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কিশোরের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।