সৈকত মাইতি, তমলুক: রাত নামতেই ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়। কোলাঘাট থেকে মেছোগ্রাম যাওয়ার পথে বেপরোয়া গতির লরি পিষে দিল রাস্তার পাশে থাকা চারটি দোকান। শনিবার রাত ৮টা ১৫ নাগাদ এই দুর্ঘটনায় অন্তত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। ৭ থেকে ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬ নং জাতীয় সড়কের সিদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে ক্রেন দিয়ে সরিয়ে এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে। প্রাথমিক অনুমান, চালক মদ্যপ থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।
ঘড়িতে সময় তখন ৮টা বেজে ১৫ প্রায়। আচমকাই বেপরোয়া গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অন্তত চারটি দোকানে পরপর ধাক্কা মারে। ১৬ চাকার ওই লরিটি কোলাঘাট থেকে মেছোগ্রামের দিকে যাচ্ছিল। সিদ্ধা বাজারের কাছে এই দুর্ঘটনায় লরির চাকায় পিষে যায় একটি স্টেশনারি দোকান, একটি পান ও একটি মিষ্টির দোকান। ওই দোকানগুলিতে যাঁরা ছিলেন, তাঁদের সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন দিয়ে ঘাতক লরিটিকে সরিয়ে উদ্ধারকাঝ শুরু হয় দ্রুত। সেখান থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, লরির চালক এবং খালাসি দু’জনই প্রচুর মদ্যপান করেছিল। সেই কারণে গাড়ির গতি হারিয়ে বেপরোয়াভাবে চালাচ্ছিল। যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। চালক, খালাসি জীবিত। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করবে পুলিশ। তবে এই মুহূর্তে সবচেয়ে জোর দেওয়া হয়েছে উদ্ধারকাজ। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরিকে সরিয়ে পিষে যাওয়া দোকানগুলিতে কেউ আটকে রয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ৬ নং জাতীয় সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়েছে বলে খবর। তবে এভাবে লরির ধাক্কায় চারটি দোকান একেবারে ধূলিসাৎ হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।