• আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন দাবি দিলীপ ঘোষের
    দৈনিক স্টেটসম্যান | ১০ আগস্ট ২০২৫
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর কেটে গেলেও এখনও সুবিচার মেলেনি বলে অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের মতোই এবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। দিলীপের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

    শনিবার দিলীপ ঘোষ বলেন, ‘এমন জঘন্য অপরাধের পরেও যখন ন্যায় বিচার মিলছে না, তখন স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে। আদালতের নির্দেশে নতুন করে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষিত হয়েছে। যারা এতদিন তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।’

    নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি আরও জানান, ‘নির্যাতিতার পরিবার এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। এই মামলায় সুবিচার হয়নি বলেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। শাসকদল ঘটনাটি চেপে দিতে চাইছে। সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে বলেই এত কড়াকড়ি করছে। এখন আর এটি কোনও রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটা গণআন্দোলনে পরিণত হয়েছে। কত মানুষ রাস্তায় নামবে, তা আন্দাজ করতে পারছে না সরকার। তাই ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল সরকার।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)