মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন জেলার পাড়ায় পাড়ায় চলছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প। কোচবিহারেও এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে কোচবিহারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দিয়েছে বেশ কয়েকজন। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা সঠিকভাবে চিহ্নিত করা না গেলেও তৃণমূলের অভিযোগের তির সিপিএম এবং বিজেপির দিকে।
সূত্রের খবর, অন্যান্য জেলার মতো কোচবিহারের মাথাভাঙ্গা ব্লকের এক জায়গার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দিয়েছে কিছু মানুষ । স্থানীয় তৃণমূল কর্মীদের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির মদত। ইতিমধ্যেই প্রশাসনের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য। বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে ওই এলাকায় সরব হয়েছে সবুজ শিবির। এছাড়াও বিরোধীদলগুলির বিরুদ্ধে তাঁদের অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে না উঠে বিরোধী দলগুলি বিভিন্ন খারাপ মন্তব্য করা থেকে শুরু করে এইভাবে আক্রমণ করে চলেছে।
সামনে ছাব্বিশের ভোট, এই আবহে প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই গুরুত্ব অনেকটাই। মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনার প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, ‘কিছু রাজনৈতিক দুষ্কৃতী মুখ্যমন্ত্রীর ছবি ব্লেড দিয়ে কেটেছে। এই কাজ সিপিএম এবং বিজেপির। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তাঁরা এই পথ অবলম্বন করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নিয়ে আমরা পথেও নামব। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীতেও সুস্থ ভাবে জনমুখী প্রকল্পগুলির কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী নির্বাচনেও সরকার গঠন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’