• মালদার পর কোচবিহার, এবারে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে গুলি করে খুন
    আজ তক | ১০ আগস্ট ২০২৫
  • Coochbehar TMC Leader Shot Dead: ফের তৃণমূল নেতা খুন উত্তরবঙ্গে। এবার ঘটনাস্থল কোচবিহার। কয়েকমাস আগেই মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্য়ে এবার খুন হলেন  তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে। গুলি লাগে তার গাড়ি চালকেরও। তাঁকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করতে কোচবিহারের জায়গায় জায়গায় নাকা চেকিং শুরু করা হয়েছে।

    শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের ডোডেয়ারহাটে। স্থানীয়রা জানিয়েছেন, হেলমেট পরে দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এসেছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন বিকেলে পুন্ডিবাড়ির ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় নিজের গাড়িতে সঙ্গীদের নিয়ে বাজার করতে গিয়েছিলেন কোচবিহার-২ ব্লকের ডোডেয়ারহাটে।

    বাজার করে ফেরার পথে তাঁদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এদিন তার জেরেই অমর রায়ের সঙ্গে কয়েকজনের তর্কাতর্কি বেধে যায়। বচসা চলাকালীন আচমকাই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি সরাসরি গিয়ে লাগে অমরের মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অমর। গুলিবিদ্ধ হন আরও এর যুবকও। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমরকে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়ির চালকের চিকিৎসা চলছে কোচবিহার মেডিকেল কলেজে।

    গত ২ জানুয়ারি মালদায় গুলি করে খুন করা হয় মালদা তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলাকে। এই ঘটনার পর তোলপাড় শুরু হয়। নিজেদের দলের লোকের মৃত্যুতে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে পুলিশকে দায়ী করেন তিনি। পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা সহ একাধিক লোক গ্রেফতার হয়। তার মধ্য়ে কোচবিহারে নতুন করে খুনের ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

     
  • Link to this news (আজ তক)