• 'দেখা হলেই রাখি পরাব', হুগলিতে পৌঁছে কার উদ্দেশে এই কথা বললেন সাংসদ রচনা?...
    আজকাল | ১০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হুগলির লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ায় ও চুঁচুড়া বিধানসভার চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রাখি বন্ধন উৎসব উপস্থিত হন। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া পিপুলপাতি মোড়ে পথ চলতি মানুষদের ও পুলিশের হাতে রাখি পরিয়ে দেন। পরে চুঁচুড়া আরোগ্যে যান। আবাসিকদের রাখি পরিয়ে দেন। সঙ্গে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করানো হয়। বেশ কিছুক্ষণ সময় তাঁদের সঙ্গে থাকতে পেরে সাংসদ ভাল লাগার কথা জানান। তাঁদের কথা শোনেন রচনা। 

    রচনা জানিয়েছেন, কাল রাতে লোকসভার কাজ সেরে বাংলায় ফিরেছেন তিনি। আজ ভোরবেলায় উঠেই হুগলিতে চলে এসেছেন। সাধারণ মানুষের সঙ্গে কাটাতে, রাখি পরিয়ে উদযাপন করতেই দ্রুত ছুটে এসেছেন নিজের এলাকায়। সাংসদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রসঙ্গে বলেন, 'আজ দেখা হলে রাখি পড়াব। বিধায়কের মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে সবাই ভাল থাকবেন। আমি কাজ করতে এসেছি। মানুষের কাজের জায়গায় যদি কোনও ব্যাঘাত আসলে, আমি রুখে দাঁড়াব।' আরোগ্যের আবাসিকদের উদ্দেশে রচনা বলেন, 'আমাকে সব সময় আপনারা কাছে পাবেন। বাড়ির কারও বয়স হলে, তাঁদের সঙ্গে বাচ্চাদের মতো ব্যবহার করা দরকার। আমি আজকের দিনে মনে করি একা একটা বাড়িতে থাকার থেকে যেখানে কেউ দেখার নেই, যেখানে কেউ তোমার খোঁজ খবর নেওয়ার নেই, তুমি পড়ে গেলে কেউ তোলার নেই, সেইসব মানুষগুলোর জন্যই আরোগ্যের মতো বৃদ্ধাশ্রম দরকার।' 

    আর জি কর ঘটনা নিয়ে তিনি বলেন, 'অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এক বছর হয়ে গেল। শুধু আন্দোলন করলে হবে না, আসল আসামীকে খুঁজে বার করতে হবে।' শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বলেন, 'তাঁর কথা শুনে আমরা চলি। কল্যাণ দা যেটা বলেন, সেটা ভাবি দিদির নির্দেশ। সেই ভাবে চলি।' 

    প্রসঙ্গত, রাখি বন্ধন উৎসব ঘিরে হুগলিতে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এদিন বাঁশবেড়িয়ার তৃণমূল চেয়ারম্যানকে রাখি পরালেন বিজেপি কর্মীরা। কিন্তু স্লোগান ঘিরে আপত্তি জানান চেয়ারম্যান। জানা গেছে রাখি পরানোর সময় বিজেপি কর্মীরা 'হিন্দু হিন্দু, ভাই ভাই' স্লোগান তোলেন। তখনই এই ধরনের স্লোগান তুলে নাটক বন্ধ করতে বললেন চেয়ারম্যান। 

    স্থানীয় সূত্রে খবর, বাঁশবেড়িয়া ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদের তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল আজ সন্ধায়। ঠিক সেই সময় বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে, তাঁকে রাখি পরিয়ে দেন বিজেপি কর্মীরা। হাসি মুখে রাখি পরেন চেয়ারম্যান। 

    তখনই হঠাৎ কয়েকজন বিজেপি কর্মী বলে ওঠেন, 'হিন্দু হিন্দু, ভাই ভাই'। এই কথা শুনে বিরক্ত হন পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। বিজেপি কর্মীদের বলেন, 'হিন্দু হিন্দু, ভাই ভাই আবার কী! জয় বাংলা বলুন।' চেয়াম্যান এরপর তাঁদের বলেন, 'নাটক করো না আজকের দিনে। যে রাজনৈতিক দলই করো না কেন, ভদ্রতা রাখতে হবে। তোমরা নাটক করলে আমিও অনেক নাটক করতে পারি। আমিও অনেক লড়াই করে উঠেছি। সেই ১৯৮১ সাল থেকে লড়াই করছি। তাই ভয় পাইনি কোনও দিন।' 
  • Link to this news (আজকাল)