• গরু চড়াতে যাওয়াই কাল, টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ের...
    আজকাল | ১০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হুগলির পান্ডুয়ার ভোটগ্রাম ইটভাটা সংলগ্ন এলাকায় গরু চড়াতে বেরিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক পৌঢ়ের। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে পান্ডুয়ার রুক্কিনির বাসিন্দা স্বপন ঘোষ নামে ৫২ বছরের ওই ব্যক্তি বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গরু মাঠে ছেড়ে দিয়ে রাস্তার ধারে বসে ছিলেন স্বপন নামে ওই ব্যক্তি। এমন সময় পান্ডুয়ার দিক থেকে কুলটির দিকে আসা একটি টোটো দ্রুতগতিতে গিয়ে বেপরোয়া ভাবে ধাক্কা মারে পৌঢ়কে । রাস্তার অদূরে ছিটকে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ।

    মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গিয়েছে। হুগলিতে সম্প্রতি এক প্রৌঢ়ের রহস্যজনক মৃত্যু। মগড়া থানার জয়পুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এক আচমকা মৃত্যু ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতের স্ত্রী নিজের ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ করেছেন। মামলা দায়ের করায় ঘটনা মোড় নেয় অন্যদিকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বর্তমানে মৃতের ছেলেকে গ্রেপ্তার করেছে। ঘটনা ছড়াতেই শোরগোল ছড়াতেই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে চলতি মাসের ১৫ জুলাই। জয়পুর এলাকার বাসিন্দা গোবিন্দ সাধুখাঁ (৬২) -কে খুন করে তাঁরই সন্তান। খবর অনুয়ায়ী নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় গোবিন্দ সাধুখাঁর মৃতদেহ।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, তিনি আত্মহত্যা করেছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগড়া থানার পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়৷ জানা গিয়েছে, ঘটনার সময় গোবিন্দবাবুর স্ত্রী বন্দনা সাধুখাঁ নদিয়ার চাকদায় মেয়ের বাড়িতে ছিলেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি পরদিন তড়িঘড়ি মগড়া থানায় আসেন। সেখানে নিজের ছেলে সৌরভ সাধুখাঁ (৪২) এবং পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, তাঁর ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরেই বাড়ির মালিকানা চায়ছিল। নিজেদের নামে সমস্ত সম্পতি করে নিতে চায় তারা।

    সম্পত্তি দখল নেওয়ার জন্য গোবিন্দবাবুকে দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। ফলস্বরূপ এই মৃত্যুর জন্য তাঁদেরকেই দায়ী বলে মনে করছেন তিনি। পুলিশ জানিয়েছে, বন্দনাদেবীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন গোবিন্দবাবু আত্মহত্যা করেছেন না কি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই তাঁর । তবে বর্তমানে অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌরভ সাধুখাঁকে জেরা করেছে। গতকাল তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে বলে খবর।

    মগড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত আমরা এটি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে যা তথ্য সামনে আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে’। স্থানীয়দের একাংশের মতে, গোবিন্দবাবু শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে পারিবারিক কলহের কথা আগেও একাধিকবার শোনা গিয়েছিল বলে অনেকে জানিয়েছেন। এখন গোটা বিষয়টির উপর নজর রেখেছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে৷ বর্তমানে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করেই নির্ধারিত হবে এটি আত্মহত্যা, নাকি এই খুনের পেছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র।
  • Link to this news (আজকাল)