• অমৃত ভারতে ১৩৩৭ স্টেশনের মধ্যে হয়েছে ১০৫টি, অভিষেকের প্রশ্নবাণে উত্তর কেন্দ্রের
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • একাধিক ইস্যুতে সংসদে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করছেন তৃণমূল সাংসদেরা। লোকসভা থেকে রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই তৃণমূল সাংসদেরা একাধিক প্রশ্ন করেছেন। অমৃত ভারত প্রকল্প নিয়ে প্রশ্ন করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র, ইউসুফ পাঠান। বিজ্ঞাপনের জন্য কেন্দ্র সরকারের খরচের অঙ্ক নিয়ে প্রশ্ন করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

    অমৃত ভারত স্টেশন প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের অধীনে অনুমোদন প্রাপ্ত রেল স্টেশনগুলির মধ্যে কোথায় কতগুলি স্টেশন তৈরি হয়েছে, তার হিসেব চেয়েছিলেন তিনি। কোন রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই হিসেবও চেয়েছিলেন।

    এই প্রশ্নের উত্তর দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উন্নয়নের জন্য ১৩৩৭টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। ফেজ় ১-এর অধীনে ১০৫টি স্টেশনের কাজ শেষ হয়েছে। বাকি একাধিক স্টেশনে কাজ চলছে।

    মহুয়া মৈত্র প্রশ্ন করেছেন একশো দিনের কাজের প্রকল্পের খরচ নিয়ে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের খরচে ক্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এর ফলে গ্রামীণ এলাকায় সমস্যা হবে, সেটা কেন্দ্র ভেবে দেখেছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। এই খাতে কেন্দ্র বকেয়া কী রেখেছে তা জানতে চেয়েও প্রশ্ন করেন তিনি। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান। তার মধ্যেই এক অংশে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত ওয়েজ লায়াবিলিটি হিসেবে ১৭২৬৯.৫৬ কোটি টাকা এবং মেটিরিয়াল লায়াবিলিটি হিসেবে ১৫,৬৪১.৫৬ কোটি টাকা বকেয়া রয়েছে।

    সারা দেশে কতগুলি কোঅপারেটিভ সোসাইটি চলছে তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন রাজ্যসবার সাংসদ সামিরুল ইসলাম। পশ্চিমবঙ্গের কো-অপারেটিভ সোসাইটিগুলিতে কতজন চাষি রয়েছেন সেই তথ্য চেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের জন্য কত বরাদ্দ হয়েছে সেটাও জানতে চেয়েছেন তিনি। এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন অমিত শাহ। তার মধ্যে দেখা গিয়েছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩২০২০টি কো-অপারেটিভ সোসাইটি রয়েছে। এর মধ্যে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (PACS) রয়েছে ৫৫৭৬টি। PACS-এর জন্য শেষ বার ৩০.৫৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল ২০২২-২৩ অর্থবর্ষে। তার পর থেকে কোনও বরাদ্দ হয়নি।

    রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েন প্রশ্ন করেছেন, বিজ্ঞাপনের জন্য গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার কত টাকা খরচ করেছে। বিশেষ করে সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ায় বিজ্ঞাপন দিতে গিয়ে কত টাকা খরচ করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান জানিয়েছেন, একাধিক মন্ত্রকের তরফে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন বিজ্ঞাপন দিয়ে থাকে। খরচের জন্য যাবতীয় তথ্য www.davp.nic.in ওয়েবসাইটে মিলবে বলে জানানো হয়েছে। কিন্তু আলাদা করে কোনও পরিসংখ্যান বা খরচের অঙ্ক জানায়নি কেন্দ্র।

  • Link to this news (এই সময়)