সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে ‘ফাইভ স্টার’ পারফরম্যান্স মোহনবাগানের। অনেকেই বলেছিলেন, মরশুমের প্রথম কঠিন ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন। হয়তো কেউই ভাবেনি সেই কঠিন ‘হ্যাডল’ এতটা সহজেই পার করবেন হোসে মোলিনার ছেলেরা। প্রথম দিকে তুল্যমুল্য লড়াই চালালেও ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গেল ডায়মন্ড হারবার। যার ফলে হাসতে হাসতে ৫-১ গোলে কিবু ভিকুনার দলকে হারিয়ে ডুরান্ড কাপের পরের রাউন্ডে পৌঁছে গেল সবুজ-মেরুন ব্রিগেড।
১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহনবাগান । সুবর্ণ সুযোগ হারান ম্যাকলারেন। সাহাল আবদুল সামাদের কাছ থেকে দারুণ বল পেয়েও বিপক্ষ গোলকিপারের হাতে মেরে বসেন অজি তারকা। এর পরের মিনিটেই কাউন্টার অ্যাটাকে উঠে আসে ডায়মন্ড হারবার। ১৯ মিনিটে অনিরুধ থাপা এগিয়ে দেন মোহনবাগানকে। সাহালের ছোট্ট টোকায় বল চলে যায় থাপার পায়ে। বক্সের মধ্যে থেকেই বাঁক খাওয়ানো শটে দর্শনীয় গোল করেন তিনি। তবে মোহনবাগানের এই আন্দন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪ মিনিটে লুকা মাজেন সমতায় ফেরান ডায়মন্ড হারবারকে।
গোলের পর উজ্জীবিত ফুটবল খেলতে থাকে ডায়মন্ড হারবার। ২৭ মিনিটে ফের আক্রমণে উঠে আসে তারা। তবে, ৩৫ মিনিটে মোহনবাগানের হয়ে স্কোর লাইন ২-১ করেন ম্যাকলারেন। ৪৬ মিনিটে মিস করেন অলড্রেড। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মোহনবাগান।