• তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে রাস্তায় গুলি করে খুন! কোচবিহারে বিজেপির দিকেই আঙুল শাসকদলের
    আনন্দবাজার | ০৯ আগস্ট ২০২৫
  • গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের এক যুব নেতার মৃত্যু কোচবিহারে। শনিবার বিকেলে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার ডোডেয়ার হাট এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সঞ্জীব রায়। তাঁরা মা ডাউয়াগুড়ি পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বলে জানা গিয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, মাংস কেনার জন্য ডোডেয়ার হাটে গিয়েছিলেন সঞ্জীব। সেই সময় আচমকা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বিরাট পুলিশ বাহিনী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দশ রাউন্ড গুলির শব্দ শুনতে পান তাঁরা। সঞ্জীব তাঁর গাড়ি নিয়ে হাটে এসেছিলেন। নিহতের গাড়িচালকের পায়েও গুলি লেগেছে। এক জন বলেন, ‘‘দুটো মোটরবাইকে চার জন দুষ্কৃতী এসেছিল। দু’জন মোটরবাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে ছিল। আর দু’জন দু’হাতে চারটি রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। মাথায় ও পেটে গুলি লেগেছে সঞ্জীবের।’’ যিনি আহত হয়েছেন তাঁর পায়ে গুলি লেগেছে। আহত ব্যক্তির নাম, আলমগীর হোসেন । জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। নিন্দার কোনও ভাষা নেই, ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে। আমরা চাইব, অবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতার করুক। আমরা মনে করি, এই হত্যার ফলে সবচেয়ে লাভবান হল বিজেপি।’’

    পাল্টা জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল। গোষ্ঠীকোন্দলের ফলেই আজ একটা তরতাজা প্রাণ চলে গেল। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আমরাও চাই, পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক এবং উপযুক্ত শাস্তি দিক।’’
  • Link to this news (আনন্দবাজার)