• ডেউচা পাঁচামিতে জমিদাতাদের আরও ২৮ জনকে দেওয়া হলো জুনিয়র কনস্টেবল পদের নিয়োগপত্র
    এই সময় | ০৯ আগস্ট ২০২৫
  • ডেউচা পাঁচামি কয়লা প্রকল্পে জমিদাতাদের মধ্যে আরও ২৮ জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হলো। এর আগে ৮৭৭ জনকে এই পদে চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত জমিদাতাদের মধ্যে জুনিয়র কনস্টেবল পদে মোট চাকরি প্রাপক ৯০৫ জন। এ ছাড়াও গ্রুপ ডি-সহ চাকরি প্রাপকদের সংখ্যা প্রায় ১৫০০ জন। তাঁদের মধ্যে গত ৬ অগস্ট ১৬ জনের হাতে গ্রুপ ডি-র নিয়োগপত্র তুলে দিয়েছেন জেলাশাসক বিধান রায়।

    ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ডেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমিদাতাদের যাতে কেউ ক্ষতির সম্মুখীন না হন, সে জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের মধ্যে মনোনীত সদস্যদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার কথাও জানানো হয়েছিল।

    শনিবার বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানান, ‘নতুন করে যে ২৮ জনকে জুনিয়র কনস্টেবল পদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাঁদের তিন মাস ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। এর পরেই তাঁরা চাকরিতে যোগদান করতে পারবেন। এ ছাড়াও নতুন ৩১৮ জনের আবেদন জমা পড়েছে। অধিকাংশের ভেরিফিকেশন হয়ে গিয়েছে। তাঁদের চিঠি আমরা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি।’

  • Link to this news (এই সময়)