নব্যেন্দু হাজরা: ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতীয় রেলের। পুজোর মরশুমে যাত্রীদের জন্য আকর্ষণীয় উপহারের ডালি নিয়ে হাজির রেল। যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। এই অফার শুধু মাত্র উৎসবের মরশুমের জন্যই। তবে কিছু শর্ত দিয়েছে রেল। সেগুলি মানলেই এই ছাড় পাওয়া যাবে।
বাঙালি ভ্রমণ প্রিয়। পুজোর মরশুমের ছুটিতে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে ভালোবাসে বাঙালি। শুধু বাংলার বাসিন্দারা নন অক্টোবরে অনেকেই ঘুরতে যান। তাঁদের অনেকের ভরসা ট্রেন। তবে এখন অনেকেই বিমানে যাত্রা করছে, সেই যাত্রীদের টানতে পুজোর উপহার নিয়ে এসেছে ভারতীয় রেল। কোনও গন্তব্যের যাওয়া ও আসার টিকিট কাটলেই মিলবে ছাড়। যেকোনও মেল ও এক্সপ্রেস ট্রেনেই মিলবে এই ছাড়। তবে রয়েছে কিছু শর্ত। কী সেই গুলি?
একই সঙ্গে রিটার্ন টিকিট কাটতে হবে। একই সেকশনের টিকিট কাটতে হবে অর্থাৎ যাওয়ার সময় স্লিপার ক্লাসের টিকিট করলে, ফিরে আসার সময়ও স্লিপার ক্লাসেই টিকিট কাটতে হবে। পুজোর মরশুম অর্থাৎ গন্তব্যে যাওয়ার সময়কাল ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে হতে হবে। ফেরার টিকিট কাটতে হবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। যেকোনও একটি মাধ্যমে অর্থাৎ অফলাইন নতুবা অনলাইন একটি মাধ্যমেই টিকিট কাটতে হবে। টিকিট কনফার্ম হলেই তবেই এই ২০ শতাংশ ছাড় মিলবে। এই স্কিমে টিকিট ক্যানসেল করলে রিফান্ড পাওয়া যাবে না বলে জানিয়েছে রেল। রেলের এই স্কিমে পুজোর মরশুমে অনেক যাত্রী টিকিট কাটবে বলেই অনুমান।