• কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট, পুজোর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা বন্ধ পণ‌্যবাহী গাড়ি চলাচল
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: কোনা এক্সপ্রেসওয়েতে ৬ লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে। সেই কারণে সাঁতরাগাছি ব্রিজের কাছে রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে গিয়ে তীব্র যানজট হচ্ছে। নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তাই পুজোর আগে ও পুজোর সময় যানজট কমাতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল। শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ১০ আগস্ট থেকে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়েতে কোনও পণ্যবাহী গাড়ি কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারবে না। রাত এগারোটার পর পণ‌্যবাহী গাড়ি চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

    পুলিশ জানিয়েছে, আগে গাড়িগুলি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও দিল্লি রোড ধরে মাইতিপাড়া হয়ে হাওড়ার উপর দিয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা যেত। সেগুলি এখন নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ দিয়ে কলকাতা বন্দর এলাকায় অথবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় যেতে পারবে। পণ্যবাহী গাড়িগুলি কলকাতা থেকে হাওড়ার দিকে মুম্বই হাইওয়েতে চলে যেত অথবা মাইতিপাড়ার দিকে যেত। কিংবা মুম্বই হাইওয়ে থেকে যেগুলি কলকাতায় ঢুকত, সেই পণ্যবাহী গাড়িগুলিকেও এখন ঘুরপথে যেতে হবে। আন্দুল রোড কিংবা হাওড়া-আমতা রোড ধরে যেতে হবে।

    শুক্রবার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, কোনা এক্সপ্রেসওয়ের বিকল্প হিসাবে আন্দুল রোড কিংবা হাওড়া-আমতা রোডকে ভালোভাবে ব্যবহার করার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। ওই দুটি রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। কমিশনার আরও জানান, এলিভেটেড করিডরে এখন গ্রাউন্ড লেভেলে কাজ চলছে। কাজ শেষ হয়ে যখন উপরের অংশে কাজ হবে, তখন আবার পণ্যবাহী গাড়িকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)