পুজোয় ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে গিয়ে বিপত্তি! বাড়ি থেকে চুরি নগদ টাকা, সোনা
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শনিবার সকালে জলপাইগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। ফাঁকা বাড়ি পেয়ে নগদ টাকা-পয়সা, সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল চোর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।স্থানীয় সূত্রে খবর, পুজোয় বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে স্টেশনে গিয়েছিলেন জলপাইগুড়ি শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ সরকার। বাড়িতে তাঁর স্ত্রীও ছিলেন না। টিকিট কাটার পর বাড়ি ফিরতেই তাঁর মাথায় যেন বাজ পড়ে। তিনি দেখতে পান, ঘরের তালা ভাঙা। সারা বাড়ি কার্যত তছনছ হয়ে রয়েছে। চুরি গিয়েছে গয়না, টাকা।এরপরেই থানার দ্বারস্থ হন প্রদীপ সরকার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। খতিয়ে দেখা হচ্ছে, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ।প্রদীপ বলেন, “পুজোর মরশুমে কোনও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট খোলার ৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা পুজোয় বেড়াতে যাব। সেকারণে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘরে তালা দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে রিজার্ভেশন টিকিট কাটতে গিয়েছিলাম। টিকিট কেটে সকাল সাড়ে ৮ টা নাগাদ বাড়ি ফিরে আসি। ফিরে দেখি, গ্রিল ও দরজার তালা ভাঙা। ঘরের আলমারিরও তালা ভেঙে চুরি করা হয়েছে। পুলিসের প্রাথমিক ধারণা, নেশাসক্তদের কাজ হবে।”