• বাইকের জন্য জেদ, কিনে না দেওয়ায় আত্মঘাতী ১৬ বছরের কিশোর
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাইক কিনে দেওয়ার জন্য বাবার কাছে জেদ ধরেছিল ১৬ বছরের কিশোর। কিন্তু বাবা তাতে রাজি না হওয়ায় ঘটে গেল মর্মান্তিক পরিণতি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল ওই কিশোর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার সোনগাছি চা বাগানের নাকটি ডিভিশনে।মৃত কিশোরের বাবা মিঠুন মাঝি বলেন, “দুমাস আগে ছেলে নতুন বাইক কিনে দেওয়ার জন্য বায়না করে। তখন ছেলেকে বোঝাই, বলি তোমার এখনও বয়স হয়নি বাইক চালানোর। এর পর থেকে ছেলে মন মরা হয়ে থাকত। ঠিক করে আমার সাথে কথা বলত না।” তাঁর বক্তব্য, “শুক্রবার বাগানে পাতা তোলার কাজ সেরে আমি মালবাজারে গিয়েছিলাম। ফিরতে সন্ধ্যা সাতটা বেজে যায়। বাড়ি ফিরে দেখি, ছেলে ঘরে নেই। রাত আটটা নাগাদ সে বাড়ি ফেরে। এর পর একটি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। দশটা নাগাদ ছেলেকে খেতে ডাকি। কিন্তু বেশ কয়েকবার ডাকার পরও ঘরের ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে জানালা ভেঙে দেখি, গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঢুকে ছেলেকে উদ্ধার করি।”ঘটনার খবর পেয়ে আসে পুলিসও। কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)