সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাখিতে শোভা পাচ্ছে সাপ, সাপের ইনজেকশন, মোটর বাইক ও হাসপাতালের ছবি। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফে তৈরি করা হয়েছে এমন রাখি। সাপ কামড়ালে ওঝা কবিরাজ নয়। সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে। তার জন্য বাড়িতে অ্যাম্বুলেন্স আসার অপেক্ষায় থাকা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাইকে চাপিয়েই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাখিতে এই সকল বার্তা দিয়েই সাপ নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেছে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থাটি।সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার থেকে রাখি পড়ানো ও রাখি বিলির কাজ শুরু হল। এই প্রচার চলবে একমাস ধরে। রাজ্যের অন্য জেলাগুলিতেও এই বিশেষ ধরনের রাখি পাঠানো হয়েছে বলে দাবি সংস্থার।