মালদায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক, হতবাক পড়শিরা
আজ তক | ০৯ আগস্ট ২০২৫
Malda Child Rape Case: সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদায়।অভিযুক্ত সেই পড়শি আবার কিশোর। ঘটনায় মূল অভিযুক্ত কিশোর সহ মোট তিনজনের নামে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা শিশুটির বাবা। অভিযোগ পেয়েই ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোরের বাবা ও মা পলাতক।
শুক্রবার এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের একটি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ির কাছেই রাস্তায় খেলছিল চার বছর বয়সি ওই শিশুটি। সেই সময় অভিযুক্ত ওই কিশোর যার নিজের বয়স ১৫-১৬ মতো, সে শিশুটিকে নিজের বাড়িতে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর শিশুটি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীদের পাশাপাশি তার বাবা-মাও ঘটনাস্থলে ছুটে যান। প্রবল রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপর চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় শিশুটিকে।
শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, বিষয়টি প্রথমে জানতে পেরে অভিযুক্ত কিশোরের বাবা-মাকে জানানো হয়। তারা বিষয়টিতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। এমনকী থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত কিশোর ও তার বাবা-মার বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুটির বাবা। শনিবার অভিযুক্তকে জুভেনাইল কোর্টে তোলা হবে চাঁচল থানার পুলিশ।