টেলিভিশন ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি চলবে না! ছোটপর্দার শিল্পীদের অবহেলা নিয়ে ক্ষোভ তৃণার
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক পার। ধারাবাহিকের সুবাদে খ্যাতির শীর্ষে। তারপর ছবি, ওটিটি-তে হাতেখড়ি। তিন মাধ্যমেই আপাতত অবাধ বিচরণ তৃণা সাহার। তবু সংশয় কাটে না তাঁর! আজও নায়িকার মনে হয়, ছোটপর্দার শিল্পীরা তাঁদের প্রাপ্য সম্মান পান না। সম্প্রতি আরও এক শিল্পীর প্রতিবাদী স্বর ভাবিয়েছে তাঁকে। মুম্বইয়ে টেলিপাড়ার বিখ্যাত অভিনেতা প্রশ্ন তুলেছেন, 'টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন যোগ্য সম্মান পায় না?' 'অনুপমা' খ্যাত অভিনেতার সেই উক্তি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তৃণা লেখেন, 'খুব জরুরি প্রশ্ন! উত্তর আছে কি?'
'খোকাবা;বু থেকে শুরু। পরপর হিট ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তৃণা। তালিকায় আছে 'জয় কালি কলকাত্তাওয়ালি', 'কলের বউ', 'খড়কুটো'। বর্তমানে তাঁর ধারাবাহিক 'পরশুরাম-আজকের নায়ক'ও একটানা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে। তা সত্ত্বেও নায়িকার উপলব্ধি, তাঁকে এবং তাঁরই মতো ছোটপর্দার শিল্পীদের আজও বাঁকা চোখে দেখা হয়। প্রশ্ন তোলা হয় যোগ্যতা নিয়ে। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "আমি শুধু ধারাবাহিক করেছি তা নয়। সিনেমা-সিরিজও করি। সবগুলোই অভিনয়ের মাধ্যম। তা হলে এমন ভেদাভেদ কেন? ধারাবাহিকগুলি ইন্ডাস্ট্রিতে প্রচুর আয় এনে দেয়। প্রচুর কর্মসংস্থান হয়।"
কোভিডকালে প্রসঙ্গ আনেন তৃণা। সেই সময় সাময়িক ভাবে ছবি-সিরিজের কাজে ছেদ পড়লেও থেমে থাকেনি টেলিপাড়া। ঠিক সেই সময় তাঁর ধারাবাহিক খড়কুটো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। নায়িকার যুক্তি, "এমনকি কোভিডের সময় যখন ছবি বানানো বন্ধ হয়ে যায়, আমরা তখন বাড়ি থেকে সিরিয়ালের শুট করে গিয়েছি। মানুষকে বিনোদন দিয়েছি। ইন্ডাস্ট্রিরও তাতে লাভ হয়েছে। তার পরেও কেন আমরা প্রাপ্য সম্মান পাব না? ছোটপর্দার শিল্পী বলে আমাদের বাঁকা চোখে দেখা হবে? তা হলে টেলিভিশন উঠেই যাওয়া উচিত! যে কলাকুশলীরা ছবির কাজ করেন, তা ধারাবাহিকও করেন। টেলিভিশনের শিল্পীরা এত খারাপ হলে তাঁরা আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিন।"
টেলিভিশন থেকে এসে বড় পর্দায় সফল অনেক শিল্পীই। তৃণা নিজেও একাধিক ছবিতে কাজ করেছেন। নায়িকার কথায়, "আমি সিনেমাও করেছি। টেলিভিশনও করি। সিনেমায় এক নির্দিষ্ট সময়ের কাজ। কিন্তু টিভির ক্ষেত্রে তা নয়। রোজ আমাদের খাটতে হয়। মন দিয়ে অভিনয় করতে হয়। এরকম দিন গিয়েছে যে আমি ২৩ ঘণ্টা শুট করেছি। তা হলে আমরা কোথায় পিছিয়ে? আমরা কি মন দিয়ে অভিনয় করছি না! কোনও ত্রুটি তো রাখা হচ্ছে না।"
তৃণা মনে করেন, সব মাধ্যমের শিল্পীদেরই সমান গুরুত্ব এবং সম্মান প্রাপ্য। তা হলেই ইন্ডাস্ট্রির ভারসাম্য বজায় থাকবে। 'পরশুরাম'-এর নায়িকা বলেন, "যিনি মডেলিং করেন বা বিজ্ঞাপন করেন, তাঁরও ততটাই সম্মান পাওয়া উচিত, যতটা একজন ছবির তারকা পান। কারণ কোনওটাকে ছাড়াই আমাদের ইন্ডাস্ট্রি চলবে না। এই সহজ কথাটা সবাইকে বুঝতে হবে।"
তৃণা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত 'পরশুরাম- আজকের নায়ক' রাজত্ব চালিয়েছে টিআরপি তালিকায়। নায়িকার কথায়, "কন্টেন্ট ভাল হলেই তা দর্শক দেখবে। এতে আমার কোনও অবদান নেই। আমায় যা করতে বলা হয়, পর্দায় তা-ই করি। এমনও ধারাবাহিক করেছি, যা চার মাসে বন্ধ হয়ে গিয়েছে। গল্প ভাল হলেই দর্শক তা গ্রহণ করবে।"