• আগামী দেড় বছর শহরে যাতায়াত চলবে ঘুরপথে! কোন পথের পরিবর্তে কোন রাস্তা ধরবেন? বিপদে পড়ার আগেই জানুন...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোনা এক্সপ্রেসওয়েতে একটি নতুন ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে গত কয়েকদিন ধরেই। আর ঠিক সেই কারণেই শহর ও সংলগ্ন এলাকায় যান চলাচলে বেশ সমস্যা তৈরি হয়েছে। সাধারণ যাত্রীরা যাতায়াতের পথে সমস্যায় পড়ছেন। এবার পরিস্থিতি বুঝে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

     এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ কুমার বর্মা জানিয়েছেন, কোনা এক্সপ্রেসওয়েতে ফ্লাইওভার নির্মাণ কাজ চলার জন্য ট্রাফিকের ওপর প্রভাব পড়েছে। হাওড়া পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এতদিন আমরা সুষ্ঠুভাবে ট্রাফিক ম্যানেজ করছিলাম। তবে এখন সাঁতরাগাছি ব্রিজের কাছে কিছুটা চাপ বেড়েছে। রাস্তা সরু হয়ে যাওয়ায় বাণিজ্যিক গাড়িগুলোর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।‘ জানা যাচ্ছে, এই সেতু নির্মাণের কাজ চলবে আরও এক বছরের বেশি সময় ধরে। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এই কাজ চলবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে করণীয় কী? জানা যাচ্ছে, পরিস্থিতি বিচারে শহরের বেশকিছু রাস্তার যানবাহন চলাচলের পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

    ১. বিদ্যাসাগর সেতু এবং এর র‍্যাম্প, বাসকুল সেতু থেকে পূর্ব দিকে সিজিআর রোড, গার্ডেন রিচ রোড, এই প্রধান সড়কগুলিকে সংযুক্তকারী অন্যান্য সমস্ত ফিডার রোড দিয়ে ভারী পণ্যবাহী যানবাহন এবং মাঝারি পণ্যবাহী যানবাহন সকাল ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

    ২. কলকাতা দিক থেকে জাতীয় সড়ক-১২-তে আসা সমস্ত পণ্যবাহী যানবাহনকে রাত ১০.০০ টা থেকে সকাল ৬টা  পর্যন্ত উত্তর দিকে টালা সেতু, বিটি রোড, নিবেদিতা সেতুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

    আরও পড়ুন: চাপে পড়ে উলটো সুর! বাংলা কোনও ভাষা নয় বলা মালব্য লিখলেন, 'রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আজকের খ্যাতিতে পৌঁছে দিয়েছেন'

    ৩. শুধুমাত্র এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট এবং অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফলমূল, মাছ এবং দুধ বহনকারী যানবাহনগুলিকে যথারীতি চলাচলের অনুমতি দেওয়া হবে।

    ৪. পণ্যবাহী যানবাহনের উইন্ডস্ক্রিনে গন্তব্যস্থল স্পষ্টভাবে প্রদর্শিত হতে হবে যাতে পুলিশ কর্তৃপক্ষ যানবাহনগুলি সনাক্ত করতে এবং তাদের গন্তব্যস্থলে সঠিকভাবে পরিচালিত করতে পারে।

    ৫. এই বিজ্ঞপ্তিগুলি ১০ই আগস্ট, ২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উপরোক্ত বিষয়গুলির পরিপন্থী নয় এমন অন্যান্য সাধারণ বিধিনিষেধগুলিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

    ৬. ব্যারাকপুর কমিশনারেট-এর সঙ্গে বৈঠকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এটি ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

    হাওড়ার পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী আশ্বাস দিয়েছেন যে, কলকাতার দিকে আসা যানবাহন যেন নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, তার জন্য দ্রুত সমাধানের চেষ্টা চলছে। নাগরিকদের কাছে ট্রাফিক নিয়ম মানার অনুরোধ জানানো হয়েছে, যাতে নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

    লালবাজার পুলিশ সূত্রে খবর, কলকাতা চিংড়িঘাটা এলাকা যে সেভেন পয়েন্ট ফাইভ লেনের রাস্তা রয়েছে সেখানে রাস্তাকে আরো উন্নত করতে এবং প্রতিনিয়ত যানজট কে এড়ানোর জন্য সেই রাস্তাকে আরো চওড়া এবং উন্নত করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। একই সঙ্গে এই রাস্তাকে উন্নত করতে গিয়ে প্রয়োজনে রাস্তার দু' ধারে বেআইনি নির্মাণ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

    এছাড়াও, হাওড়া পুলিশ সূত্রে খবর, সাঁতরাগাছি রাস্তার উন্নয়ন এবং তার সিক্স লেন রাস্তা ও ব্রিজ নির্মাণের কারণে প্রয়োজন হলে সেখানেও বেআইনি নির্মাণ নিকেশ ও রাস্তা চওড়াকরণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা যাচ্ছে।
  • Link to this news (আজকাল)