দাউদাউ করে জ্বলছে বহুতলের একাংশ, বুধ-সন্ধ্যায় টেরিটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল মেডিক্যাল কলেজে। সেই আতঙ্কের রেশ কাটার আগেই ফের অগ্নিকাণ্ড শহরে। বুধবার সন্ধ্যায় টেরিটি বাজারের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলের একাংশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে রাত আটটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান-গোডাউন। স্থানীয়রাই প্রথমে ঘটনাটি দেখেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় দমকলের চারটি ইঞ্জিন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবীন্দ্র সরণীর এডি মার্কেটের তিনতলায় একটি ইলেকট্রিক দোকান-গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, আগুনের ঘটনায় এবশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাশাপাশি দোকানগুলিথেকে সামগ্রী বের করার চেষ্টা চালিয়েছেন তাঁরা। চলছে আগুন নেভানোর চেষ্টা। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে, বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের গ্রিন বিল্ডিংয়ে। ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। যদিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনার কোনও হতাহতের খবর নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন ধূমপানের পর কেউ কোনো জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকাই গ্রিন বিল্ডিংয়ের 'বেসমেন্ট' থেকে গলগলিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। এই বিল্ডিংয়ের একেবারে কাছেই রয়েছে হাসপাতাল সুপার -এর অফিস। রয়েছে অ্যাডিশনাল সুপার-এর অফিস। বিল্ডিংয়ের বিভিন্ন তলায় তখন রোগী, চিকিৎসক ও রোগীর পরিজনদের ভিড়। আচমকা ধোঁয়া দেখে সকলেই কিছুটা হকচকিয়ে যান। কটু গন্ধ ছড়িয়ে পড়ার সঙ্গে আশেপাশে সকলের চোখ জ্বলতে থাকে। দ্রুত ঘটনাস্থলে চলে আসেন হাসপাতালের কর্মীরা। তাঁরা নিজেরাই হাত লাগান আগুন নেভানোর কাজে। শেষপর্যন্ত প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।
৫ আগস্ট, মঙ্গলবার তারাতলার শিল্পাঞ্চলে এক পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে গোটা এলাকায় চাঞ্চল্যে ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটি বহুদিন ধরেই বন্ধ অবস্থায় পড়ে ছিল এবং ব্যবহার করা হয়নি দীর্ঘদিন ধরেই। দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকাল প্রায় ১১টার কিছু পরে আগুন লাগে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় একাধিক দমকলের ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। জানা যায় সেটি ছিল একটি পরিত্যক্ত কারখানার অংশ, যেখানে বিভিন্ন ডাম্পার ও যন্ত্রাংশ রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।