• 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য', প্রান্তিক, অটিস্টিক শিশুদের নিয়ে অভিনব উদ্যোগ, নাচ-গানে ফ্যাশন শোয়ে মেতে উঠবে নেহরু মিউজিয়াম
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সামনেই স্বাধীনতা দিবস। ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদযাপনে মেতে উঠবেন আপামর দেশবাসী। স্বাধীনতা দিবসের আবহে খাস কলকাতাতেই আরও এক অভিনব উদযাপন হতে চলেছে। এই উদযাপনে সামিল থাকবে সমাজের সব স্তরের, সব ধরনের শিশুরা। অনুষ্ঠানে অংশ নেবে বিশেষভাবে সক্ষম শিশুরাও। 

    বাংলার প্রত্যন্ত অঞ্চলের শিশুরা, বিশেষভাবে সক্ষম শিশুরা, অটিস্টিক শিশুদের পাশাপাশি শহরের ও গ্রামের নামী স্কুলের মেধাবী পড়ুয়ারাও এই উদযাপনে সামিল হবে। সমাজের বিভিন্ন স্তরের শিশুরা নাচ, গান, ফ্যাশন শোয়ে অংশ নেবেন। সঙ্গে থাকবেন অভিভাবকরাও। জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'-এর বার্তা পৌঁছে দেবেন তাঁরা।

    সাত্ত্বিকা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ: 

    সাত্ত্বিকা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সক্রিয় কর্মী সায়ন্তী সেন ঘোষ জানিয়েছেন, '২০১৮ সাল থেকে সংস্থার পথচলা শুরু হয়েছিল। গুটিকয়েক মানুষ উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন এই উদযাপন। প্রথম বছর থেকেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল।‌ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নিজেদের উদ্যোগেই এই অনুষ্ঠান করেছি। বাংলার বিভিন্ন প্রান্তের বিশেষভাবে সক্ষম শিশু, অটিস্টিক শিশু, প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের নিয়ে কর্মকাণ্ড শুরু হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল শহরের নামী স্কুলের পড়ুয়ারা।' 

    তিনি আরও জানিয়েছেন, 'বর্তমানে সংস্থার ফাউন্ডার ছাড়াও আরও তিনজন সক্রিয় কর্মী রয়েছেন। ২০২২ সাল অফিসিয়ালি এই সংস্থার কাজ শুরু হয়েছে। গত কয়েক বছরে বিপুল সাড়া পাওয়ার পর, আবারও চলতি বছরেও বিরাট উদ্যোগ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।' 

    সায়ন্তী সেন ঘোষ এও জানিয়েছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ১০টি জীবন শৈলীর উপরে জোর দেওয়া হয়েছে, এখানে শিশুদের বছরভর সেই ট্রেনিং দেওয়া হয়। অনুষ্ঠানেও শিশুরা নাচ, গান, ফ্যাশন শোয়ে অংশ নেবে। এদের মধ্যে অটিস্টিক শিশু এবং বিশেষভাবে সক্ষম শিশুরাও থাকবে। নানা ধরনের প্রেজেন্টেশন দেখাবে তারা। লাইভ এক্সিবিশন হবে এই অনুষ্ঠানেই। ফ্যাশন শোয়ে নিজেদের হাতে তৈরি পোশাকে ব়্যাম্পে হাঁটবে তারা।' 

    কবে, কোথায় উদযাপন? সাত্ত্বিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী ১০ আগস্ট অনুষ্ঠানটি উদযাপিত হতে চলেছে কলকাতাতেই। 'ইউনিটি ইন ডাইভার্সিটি' অনুষ্ঠিত হতে চলেছে 'নেহরু চিল্ড্রেনস মিউজিয়াম'-এ। অনুষ্ঠানটি ৪০-এর বেশি শিশুরা অংশগ্রহণ করতে চলেছে। ১০ আগস্ট বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। 

    সায়ন্তী সেন ঘোষ জানিয়েছেন, তারকেশ্বর সহ বিভিন্ন এলাকা থেকে স্কুল ছাত্রীরা নিজেদের হাতে তৈরি শাড়ির প্রদর্শনী করতে চলেছে। এদের মধ্যে অটিস্টিক পড়ুয়ারাও রয়েছে। ফ্যাশন শোয়ে অংশ নেবে একাধিক পড়ুয়ারা। সেই হাতে তৈরি পোশাক পরেই হাঁটবে তারা। পাশাপাশি নাচ, গানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই সংস্থার নানা শাখা। গুয়াহাটি, চেন্নাই, কলকাতার ভবানীপুর, উত্তরপাড়া, তারকেশ্বরে রয়েছে সাত্ত্বিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের শাখা।
  • Link to this news (আজকাল)