• দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুকে বলে বলে গোল কলকাতার! ভারতের সবচেয়ে বেশি মদ্যপান হয় এই শহরে
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অ্যালকোহল হল প্রাচীনতম পানীয়গুলির মধ্যে একটি। এটি বিশ্বজুড়ে বিভিন্ন রূপে পান করা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত মদ্যপ পানীয় হল বিয়ার, ওয়াইন, হুইস্কি এবং রাম। ভারতে জনসংখ্যা সবচেয়ে বেশি, ফলে এ দেশে মদ্যপানের হারও ঊর্ধ্বমুখী। চলতি বছর ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (NFHS) অনুসারে, ২২.৪ শতাংশ ভারতীয় পুরুষ মদ্যপান করেন। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে বেশি মদ্যপানকারী শহর কোনটি? 

    কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি মদ্যপান করে?অর্থনৈতিক গবেষণা সংস্থা 'ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস' (ICRIER) এবং আইন পরামর্শ সংস্থা PLR চেম্বার্সের একটি প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি মদ্যপানকারী রাজ্যগুলির শীর্ষে রয়েছে ছত্তিশগড়। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৩৫.৬ শতাংশ মদ্যপান করে।

    কোন ভারতীয় শহর সবচেয়ে বেশি মদ্যপান করে?যদি আমরা সবচেয়ে বেশি মদ্যপানকারী শহর সম্পর্কে কথা বলি, তাহলে এই তালিকায় কলকাতার নাম সবার উপরে রয়েছে। ২০২১ সালের একটি সমীক্ষা অনুসারে, কলকাতায় মদ্যপানের হার ৩২.৯ শতাংশ।

    এছাড়াও ওই সমীক্ষা মোতাবেক কলকাতার পরই সবচেয়ে বেশি মদ্যপানকারী শহরের তালিকায় রয়েছে- দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু।

    এই শহরগুলিতে মদ্যপানের পরিমাণ কলকাতার প্রায় সমানে সমানে।  দ্য ইকোনমিক টাইমসের ২০২১ সালের একটি প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গে প্রায় ১.৪ কোটি মানুষ মদ্যপান করে।

    যদি আমরা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের কথা বলি, তাহলে এখানে মদ্যপানকারীদের সংখ্যা ২৮.১ শতাংশ। লখনউতে, এই সংখ্যা প্রায় ২৭.৯ শতাংশ।বেঙ্গালুরুতে মদ্যপায়ীর সংখ্যা ২৭.৩ শতাংশ, পুনেতে এই সংখ্যা ২৬.২ শতাংশ এবং ভুবনেশ্বরে ২৪.৯ শতাংশ মানুষ মদ্যপান করেন।
  • Link to this news (আজকাল)