কলকাতা মেডিক্যাল কলেজে জাপানি রোগী নিয়ে চরম বিভ্রাট, ভাষা সমস্যায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ! আসছেন জাপানের রাষ্ট্রদূত
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে এক জাপানি রোগীকে নিয়ে চরম বিপত্তিতে পড়েছেন চিকিৎসকেরা। সূত্রে জানা গিয়েছে গত একমাসেরও অধিক আগে জাপানি এক বৃদ্ধ ব্যক্তি, নাম 'মিচি হিরো কাতা', কলকাতায় এসছিলেন কৃষ্ণমাচারি ফাউন্ডেশন এর হয়ে কিছু সেবামূলক কাজ করতে। এর সঙ্গে কলকাতা ঘুরে দেখার জন্য তিনি আরও কিছুদিন থেকে যান। ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ কলকাতায় এসে অসুস্থ হয়ে পরলে তিনি প্রথমে ভর্তি হন দক্ষিণ কলকাতার এক বেসরকারি সুপার স্পেশালিটি হসপিটালে।
এরপর সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে তাঁর। এরপর সেখানে চিকিৎসা করাকালীন আর্থিক অনটন ও ব্যক্তিগত সমস্যার কারণে রাজ্য সরকার কে অনুরোধ জানালে, সেখান থেকে তাঁকে কলকাতা ম্যাডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জাপানি এই বৃদ্ধকে কলকাতা ম্যাডিকেল কলেজে চলতি মাসের ২৫ তারিখ ভর্তি করা হয় জাপানি এই প্রৌঢ়াকে।
উল্লেখ্য, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসার কারণে ভর্তির পর থেকেই ভাষাগত একটি সমস্যা দেখা দেয়। এবং একই সঙ্গে চিকিৎসা করতে গিয়ে দেখা যায় তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বেশ কয়েকটি জটিল রোগের মধ্যে গ্যাসট্রো কারসিনোমা, কিডনির সমস্যা, রেসপিরেটরি ইনফেকশন সহ বিভিন্ন সমস্যা। নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে চিকিৎসা শুরু করে কলকাতা মেডিক্যাল কলেজ। তবে হাসপাতাল সূত্রে খবর, কৃষ্ণমাচারি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই জাপানি বৃদ্ধ ব্যক্তির দায়িত্ব নিতে নারাজ হয় এবং এড়িয়ে যায় তাঁরা।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, একদিকে ভাষাগত সমস্যা এবং অন্যদিকে তাঁর পরিবারের বা সহকারি কেউ না থাকায় বহুবিধ সমস্যায় পরে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায় বৃদ্ধ ব্যক্তি ইংরাজী বুঝতে পারলেও তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারছেন না জাপানি ভাষা ছাড়া। তবুও নানাবিধ সমস্যার মধ্যে দিয়েও হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা তাঁর চিকিৎসা চালিয়ে যান এবং বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে বলেই হাসপাতাল সূত্রে খবর। হাসপাতাল সূত্রে আরও খবর, পূর্বে বেসরকারি হাসপাতালে যে চিকিৎসা হয় সেখানকার সমস্ত ডিটেইলস এখনও পর্যন্ত পাওয়া না যাওয়ার কারণে সমস্যা জটিল হয়ে গিয়েছিল। পাশাপাশি, তাঁর পাসপোর্ট বা কোন আন্তর্জাতিক পরিচয় পত্র এখনও পাওয়া যায়নি। ফলে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং একই সঙ্গে জাপানি দূতাবাসকেও জানানো হয়েছে এই বৃদ্ধ প্রৌঢ়ার বিষয়ে।
কলকাতা মেডিক্যাল কলেজের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামীকাল জাপানি দূতাবাসের কলকাতার সদস্যরা ম্যাডিকেল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন এবং পাশাপাশি দেখা করবেন রোগীর সঙ্গে। আলোচনার মাধ্যমে আগামী পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জাপানি এই ব্যক্তিকে কবে ছাড়া হবে হাসপাতাল সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি। তবে চিকিৎসা চলছে এবং আরও বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।