শেষ সাত দিনে তিনটি! কলকাতায় ফের ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি, ঘটনা এলাকায় চাঞ্চল্য
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টির জেরে শহরে ফের ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। বৃহস্পতিবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শহরে একটানা বর্ষণের জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে পুলিশ সূত্রে খবর।
গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হয়ে চলেছে রাজ্য জুড়ে। কলকাতাও ব্যতীত নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের ওই বাড়িটিতে পাঁচ ছয় জন থাকতেন। সকাল সাড়া ৯টা নাগাদ বাড়িটির একাংশ ভেঙে পড়ে। ওই সময় কেউ বাড়িটিতে উপস্থিত ছিলেন না। তাই বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকেই পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। কলকাতা কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে। পুরসভা সূত্রে খবর, বাড়ির বিপজ্জনক অংশটিকে ভাঙার কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিকানা নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এই শতাব্দী প্রাচীন বাড়ির মালিকানা কার এবং কারা এই বাড়ির দায়িত্বে রয়েছেন তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশন।
প্রসঙ্গত, সাত দিন আগে ২৫ জুলাই কলকাতার গিরিশ পার্ক এবং বৌবাজার এলাকায় দু’টি বাড়ি ভেঙে পড়ে। কলকাতা ২৬ নম্বর ওয়ার্ডে গিরিশ পার্ক অঞ্চলের তিনতলা বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে তকমা দিয়েছিল কলকাতা পুরসভা। এরপর একটানা বৃষ্টির জেরে সেটির ছাদের একাংশ ও দেওয়াল ধসে পড়ে। তবে বাড়িটি ফাঁকা থাকার কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বইবাজার অ়্চলে ৪৮ নং ওয়ার্ডে মুচি পাড়া থানা এলাকায় ২০০ বছরের পুরনোর বাড়ির ঝুল বারান্দা ভেঙে রাস্তার উপর মিষ্টির দোকানে এসে পড়ে। এছাড়াও ভেঙে পড়ার সময় সেই বাড়ির সামনে ছিল একটি চার চাকার গাড়ি। গাড়িটি পুরো দুমরে মুচড়ে যায়। এক্ষেত্রেও হতাহতের কোনও খবর নেই।
সম্প্রতি পানিহাটিতে পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল গৃহকর্তার। পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছিল। মৃতের নাম দেবকুমার শ্রীমানী। বাড়ির বয়স ছিল প্রায় ২০০ বছর। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন দেবকুমার শ্রীমানী। সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বছর ষাটের প্রৌঢ়ের।
রিজেন্ট পার্ক এলাকায় পুরনো বাড়ি ভেঙে পড়া নিয়ে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। কলকাতা কর্পোরেশনের তথ্য অনুযায়ী, এই বাড়িগুলিতে বহু আগেই 'বিপদজনক বাড়ি' বলে বোর্ড ঝোলানো রয়েছে। কলকাতায় মালিকানা নিয়ে বিতর্কের জেরে বহু পুরনো বাড়ির অবস্থা খুব খারাপ। পুরসভার তরফ থেকে ‘বিপজ্জনক বাড়ি’ নোটিস বোর্ড টাঙানো হলেও সেই সতর্কতা উপেক্ষা করেই বসবাস করতে থাকেন মানুষজন। বারবার সতর্ক করা সত্ত্বেও কথা কানে তোলেন না কেউ। প্রবল বৃষ্টির ফলে এই সব বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে প্রাণহানির আশঙ্কা থাকে।