বাংলাদেশি সন্দেহে গল্ফগ্রিন এলাকা গ্রেপ্তার তরুণী, উদ্ধার একাধিক জাল ভারতীয় নথি
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি সন্দেহে কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেপ্তার হলেন এক তরুণী। উদ্ধার করা হয়েছে একাধির জাল নথি। তরুণীকে জেরা করে জাল নথি তৈরির চক্রেরও হদিশ পেয়েছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ওই তরুণীকে বুধবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পার্ক স্ট্রিট থানার মামলার সূত্র ধরে শান্তা পাল (২৮) নামে এক তরুণীকে কলকাতার গল্ফগ্রিন থানা এলাকার বিক্রমগড়ের একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় দীর্ঘ তল্লাশির পর পুলিশ শান্তার কাছ থেকে একাধিক সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে। তার মধ্যে রয়েছে, তাঁর নামে ইস্যু করা বহু সংখ্যক বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের পরিচয়পত্র, ঢাকার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বিভিন্ন ঠিকানায় যুক্ত একাধিক আধার কার্ড, ভোটার আইডি বা ইপিক কার্ড এবং রেশন কার্ড।
নথিগুলি খতিয়ে পুলিশ দেখতে সব নথিপত্রের ঠিকানাগুলি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এতেই পুলিশের সন্দেহ শান্তা জাল পরিচয়পত্র তৈরির একটি চক্রের সদস্য হতে পারেন। যা আন্তর্জাতিকভাবে পরিচালিত হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এই ধরনের নথির উপস্থিতি প্রমাণ করে যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচয় পরিবর্তন করে ভারতে বসবাস করছিলেন এবং হয়তো অন্যদেরও এই রকম ভুয়ো নথি তৈরিতে সহায়তা করতেন।
অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না। পুলিশের অনুমান, একটি বৃহৎ চক্রের সন্ধান পাওয়ার সম্ভাবনা প্রবল।
প্রসঙ্গত, বুধবার দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থেকে আকবর আলি মোল্লা নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। তাঁর কাছে দুই দেশের ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রায় ১৬ বছর ধরেই তিনি বাংলাতেই ছিলেন। ভারতে অনুপ্রবেশ এবং বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাসের শুরুতেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। তাতে ভিসার মেয়াদ গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিল। জুন মাসে কাজের অভাবে অবৈধভাবে ভারতে এসে গ্রেপ্তার হয়েছিল এক বাংলাদেশি দম্পত্তি। শিয়ালদহ স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করেছিল রেল পুলিশ। মে মাসে কলকাতার কালীঘাট থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। প্রায় দু’বছর ধরে বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছাড়াই ওই ব্যক্তি ভারতে থাকছিলেন বলে অভিযোগ। ওই মাসেই রহড়া থানা এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনজন বাংলাদেশ থেকে এসে এখানে গা ঢাকা দিয়েছিলেন।