• আচমকা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ!‌ কেন এমন সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ জানুন 
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পিলারে ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। 

    তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্য দিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।দীর্ঘক্ষণ পর নীরবতা ভাঙে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের জেরেই এবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। তবে কতদিনে মেরামতির কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।  

    তবে কেন এই ঘটনা?‌ মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‌ইঞ্জিনিয়ারিং সমস্যার জন্য কবি সুভাষে কোনও গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। দুপুর পৌনে ১টা থেকে সমস্যা দেখা দিয়েছে। যখনই সম্পূর্ণ পথে মেট্রো চালানো সম্ভব হবে, জানিয়ে দেওয়া হবে।’ মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে কবি সুভাষের আপ স্টেশনে কয়েকটি পিলারে ফাটল দেখা দেয়। মনে করা হচ্ছে, কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে ওই ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে।

    এদিকে, কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল না করায় সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। অনেকেই বিভিন্ন জায়গা থেকে মেট্রোয় চেপে কবি সুভাষ যান। সেখান থেকে গন্তব্যে পাড়ি দেন। বিশেষত, শহরতলি ও মফস্‌সলের যাত্রীদের একটা অংশ এ ভাবে কলকাতায় কাজে আসেন, আবার ফেরেন। কিন্তু ফেরার পথে দুর্ভোগ হওয়ায় অনেককেই বিকল্প পথে বাড়ি ফিরতে হচ্ছে।

    এদিকে, গত ১২ জুলাই বেলার দিকে সেন্ট্রাল স্টেশনে এক জন আত্মহত্যার চেষ্টা করেন। স্টেশনে স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপ এবং ডাউন লাইনে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রয়েছে। এটা ঘটনা, কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। এটিই ভারতের প্রথম এবং সবচেয়ে পুরনো মেট্রো লাইন। এখানে মেট্রো চলাচলের রেললাইন কোনও ব্যারিকেড বা গার্ডরেল দ্বারা সুরক্ষিত নয়। ফলে বার বার একই ঘটনা ঘটে চলেছে। কলকাতা মেট্রোর অন্য লাইনগুলিতে কারও ঝাঁপ দেওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই।

     
  • Link to this news (আজকাল)