• সপ্তাহান্তে এই শাখায় বাতিল থাকছে একাধিক লোকাল, জেনে নিন তালিকা
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল এখন যেন রেলের অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতি সপ্তাহেই শনি ও রবিবার কোনও না কোনও শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন যেমন বাতিল থাকছে। তেমনি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন যাত্রীরা।এবার যেমন শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল। 

    তালিকায় যেমন ডানকুনি লোকাল রয়েছে। তেমনই দত্তপুকুর, বনগাঁ, বারসত লোকালও রয়েছে। তবে সপ্তাহান্তে অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় দুর্ভোগ হয়ত কিছুটা কম হতে পারে। এদিকে বিগত কয়েক মাসে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল থেকেছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। সব যে সপ্তাহান্তে এমনটা নয়। চরমে উঠেছে দুর্ভোগ। ক্ষোভও বেড়েছে যাত্রীদের মধ্যে। যদিও রেল বলছে আজকের অসুবিধা আসলেই আগামীর সুবিধার জন্যই। 

    তবে শুধু লোকাল ট্রেন নয়, বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও ২৬ ও ২৭ জুলাই শনি ও রবিবার ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দার্জিলিং মেল। পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিতেও কিছু বদল আসছে। 

    পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ হবে দমদম জংশন স্টেশনে। প্রায় সাত ঘণ্টা কাজ চলবে। সে কারণেই এই ট্রেন গুলি বাতিলের সিদ্ধান্ত। ঘুরপথে চালানো হবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও। 

    ২৬ তারিখ রাতে যেমন বাতিল থাকছে আপ 32249 শিয়ালদহ–ডানকুনি লোকাল। বাতিল থাকবে 32252 ডাউন ডানকুনি–শিয়ালদহ লোকাল। ২৭ তারিখ বাতিল থাকবে শিয়ালদহ–হাবড়া: আপ 33653/ডাউন 33654।

    শিয়ালদহ–দত্তপুকুর : ডাউন 33612। শিয়ালদহ-বনগাঁ : আপ 33817/ডাউন 33824। 

    শিয়ালদহ–বারাসত : আপ 33431/ডাউন 33432।  

    শিয়ালদহ–ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220। 

    রেল সূত্রে খবর, পরিবর্তিত সময়সূচির তালিকা আগেই জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে। তবুও যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    এদিকে ইস্ট–ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরিচালনা ভার কি ধাপে ধাপে বেসরকারি হাতে চলে যেতে চলেছে! আগামী ৩১ জুলাই ইস্ট–ওয়েস্ট মেট্রোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন বেসরকারি সংস্থা পাবে, তার দরপত্র খোলা হবে বলে খবর। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এরপর কি অন‌্যান‌্য দায়িত্বভারও কোনও সংস্থার হাতে তুলে দেওয়া হবে! তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট–ওয়েস্ট মেট্রোকে যে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে তেমন কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। সূত্রের খবর, কম্প্রিহেনসিভ ম‌্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্টের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।

    উল্লেখ‌্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর রক্ষণাবেক্ষণের বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আগ্রহ দেখিয়েছিল। এ বারও তারাই অন্যতম আগ্রহী সংস্থা বলে খবর। তবে বউবাজার অংশকে জুড়ে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পথে কবে পরিষেবা শুরু হবে, তা এখনও অনিশ্চিত। তার মধ্যেই মেট্রো পরিচালনার ভার বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। এরপর যদি মেট্রো অপারেশনের দায়িত্বও বেসরকারি হাতে দেওয়া হয়, সেক্ষেত্রে ভাড়াবৃদ্ধিরও একটা আশঙ্কা রয়েছে।

     
  • Link to this news (আজকাল)