• অতি বৃষ্টির জের, কলকাতায় ভেঙে পড়ল দু'টি বাড়ি, চরম আতঙ্ক
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতভর বৃষ্টি। শুখ্রবার ভোরেও একই হারে বৃষ্টিপাত। অতি বৃষ্টির জেরে কলকাতার দু'জায়গায় বাড়ি ভেঙে পড়েছে। গিরিশ পার্ক এবং বউবাজারে ভেঙে পড়ল দু'টি পুরনো বাড়ির একাংশ। ঘিঞ্জি এলাকায় বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

    কলকাতা ২৬ নম্বর ওয়ার্ডে গিরিশ পার্ক অঞ্চলের তিনতলা বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে তকমা দিয়েছিল কলকাতা পুরসভা। এরপর একটানা বৃষ্টির জেরে সেটির ছাদের একাংশ ও দেওয়াল ধসে পড়ে। তবে বাড়িটি ফাঁকা থাকার কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগম।

    এদিকে বইবাজার অ়্চলে ৪৮ নং ওয়ার্ডে মুচি পাড়া থানা এলাকায় ২০০ বছরের পুরনোর বাড়ির ঝুল বারান্দা ভেঙে রাস্তার উপর মিষ্টির দোকানে এসে পড়ে। এছাড়াও ভেঙে পড়ার সময় সেই বাড়ির সামনে ছিল একটি চার চাকার গাড়ি। গাড়িটি পুরো দুমরে মুচড়ে যায়। এক্ষেত্রেও হতাহতের কোনও খবর নেই। তবে বাইরের দিকে বাড়ির অংশ পড়ে যাওয়ায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এসে জায়গাটিকে ঘিরে রেখেছে। দেখা হচ্ছে ধ্বংসাবশেষে তলায় কেউ আটকে আছে কিনা। ধ্বংসাবশেষ সরাতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কলকাতা কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী ও কলকাতা পুলিশ কাজ করে।

    সম্প্রতি পানিহাটিতে পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল গৃহকর্তার। পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে  ঘটনাটি ঘটেছিল। মৃতের নাম দেবকুমার শ্রীমানী। বাড়ির বয়স ছিল প্রায় ২০০ বছর। গতকাল রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন দেবকুমার শ্রীমানী। সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বছর ষাটের প্রৌঢ়ের। 

    হাওয়া অফিসের সতর্কতা ছিলই। সেই সতর্কতা মেনেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতিবার রাত থেকে খাস কলকাতায় যে তুমুল বর্ষণ হয়েছে, তাতে শুক্র সকালে একপ্রকার জলমগ্ন মহানগরী। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি। 

     হাওয়া অফিস জানাচ্ছে ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে শুক্রবারের মধ্যেই সেটির সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওডিশা উপকূলের দিকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
  • Link to this news (আজকাল)