স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করবে বৃষ্টি? জানুন হাওয়া অফিস কি বলছে...
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার থেকে ১২ আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হত পারে।
এদিকে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮৫ শতাংশ। তবে বৃষ্টি হলেও উত্তর বা দক্ষিণে দিনের তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার জেরে আগামী সপ্তাহ অবধি জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। আবার জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা।
এদিকে, প্রবল বর্ষণে ক্ষিপ্ত তিস্তা–সহ উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলি। সেই সঙ্গে ভুটান থেকে জল এসে ঢুকছে উত্তরবঙ্গে। এই জলের দাপটে এবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কালচিনি ব্লকের সেন্ট্রাল বা মধ্য ডুয়ার্সের এলাকা। জনবিচ্ছিন্ন হয়ে অসহায়ভাবে ঘরবন্দি সেখানকার মানুষ। জলে ডুবে মৃত্যু হয়েছে মেচপাড়া এলাকার এক বাসিন্দার। কালচিনি থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভরা নদীতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, খোলার পরেও ফের বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সংযোগ রক্ষাকারী এই রাস্তা শনিবার সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে। ধসের কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় এই রাস্তাটি তাঁদের ‘লাইফলাইন’। জায়গায় জায়গায় ধসের কারণে যা বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। ধসের ঘটনা ঘটেছে মিড়িক থেকে কার্শিয়াং যাওয়ার পথেও।
এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জলমগ্ন ঘাটালে উদ্ধার করা হয়েছে এক নিখোঁজ পরিবহন কর্মীর দেহ। মৃত রাজীব সিংহ (৪৫) বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁর পরিজনরা ঘাটাল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার তল্লাশি চালিয়ে এনডিআরএফ কর্মীরা ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, কাজ সেরে বাড়ি ফেরার পথে বন্যার জলে কোনওভাবে আটকে গিয়ে তলিয়ে যান রাজীব। দেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।