• সারারাত মুহুর্মুহু বজ্রপাত, ঝড়-বৃষ্টি দক্ষিণের জেলায় জেলায়, এখনই এই জেলায় শুরু হবে তুমুল দুর্যোগ, সকালেই জানিয়ে দিল হাওয়া অফিস
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, নতুন বছরেও জারি থাকবে দুর্যোগ। পূর্বাভাস সত্যি করে, আগস্টের শুরুর কদিনেই টানা দুর্যোগ। সোমবার রাত থেকে দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় দুর্যোগ বেড়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টি রাত জুড়ে সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, বিদ্যুতের ঝলক। মঙ্গল সকালেও জেলায় জেলায় আকাশের মুখ ভার। পাত্তা নেই রোদের। তার মধ্যেই সাত সকালে লেটেস্ট আপডেট জানিয়েছে মৌসম ভবন। 

    মঙ্গলবার একেবারে সকালের দিকেই হাওয়া অফিস হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়-জলের পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। মঙ্গলবার সকাল ৭.৪০ নাগাদ হাওয়া অফিস লেটেস্ট আপডেটে জানায়, আগামী দু-তিন ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা হাওড়ার একাধিক অংশে। অতি বৃষ্টির সঙ্গেই বজ্রপাত, দমকা হাওয়া দোসর হতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। 

    মৌসম ভবনের আপডেট, মঙ্গলবার দিনভর মেঘলা থাকবে শহরের আকাশ। দিনভর মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার নানা অংশে। সকাল থেকে এক দু' পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতার নানা অংশে। আবহাওয়া দপ্তরের সাতসকালের আপডেট অনুযায়ী, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশকিছুটা কম। অন্যদিকে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি, তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম। 

    বাঁকুড়া থেকে পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্শমান, হাওড়া থেকে হুগলি, দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই মঙ্গলবার জারি হলুদ সতর্কতা। তবে বুধবার বৃষ্টির পরিমান কিছুটা কমার সম্ভাবনা। দুর্যোগ আরও বাড়তে পারে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতি-শুক্র দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত, ঝড়-জলের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। 

    অন্যদিকে এখনও তুমুল দুর্যোগ জারি উত্তরের জেলাগুলিতেও। টানা কয়েকদিন সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। চলতি মরশুমে এক নাগাড়ে দুর্যোগ পরিস্থিতি উত্তরের জেলায় জেলায়।  মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,  কালিম্পঙয়ে ভারী বৃষ্টির সতর্কতা, জারি কমলা সতর্কতা। অন্যদিকে সেদিন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণদিনাজপুরে মালদহে জারি হলুদ সতর্কতা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে জারি হলুদ সতর্কতা।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জারি লাল সতর্কতা।
  • Link to this news (আজকাল)