• জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্য
    দৈনিক স্টেটসম্যান | ০৯ আগস্ট ২০২৫
  • পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা বলেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কলকাতা হাইকোর্ট এই রায় দেবে, তা আমাদের ধারণার বাইরে ছিল। এবিষয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর কথা বলেছেন ব্রাত্য বসু। ওবিসি সংক্রান্ত মামলার কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল না প্রকাশ হওয়ায় প্রায় ৩ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে সব জট কেটে যাবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী।

    ৭ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ওইদিন ফল প্রকাশ করা যায়নি। কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ এই নতুন ওবিসি সংরক্ষণ বিধির বিরোধিতা করেন। এই নীতি মেনে ফলপ্রকাশ করা যাবে না বলে তিনি জানিয়েছেন। আদালতের নির্দেশ যদি ফলপ্রকাশ করতেই হয় তাহলে পুরোনো সংরক্ষণ বিধি মেনেই এই ফলপ্রকাশ হবে। বিচারপতির বক্তব্য, ‘নতুন ওবিসি নীতি মেনে এখন ১০ টি পরীক্ষার ফলপ্রকাশ করা যাবে না। ফলপ্রকাশ করতে গেলে তা পুরোনো বিধি মেনেই করতে হবে।’ এর ফলে বৃহস্পতিবার কোনোভাবেই ফল প্রকাশ করা যায়নি।

    ওবিসি সংক্রান্ত বিধি নিয়ে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে সব ওবিসি শংসাপত্রকে বাতিল করা হবে বলে জানায়। অর্থাৎ ২০১০ সালের আগে তৈরি ওবিসি শংসাপত্রগুলিকে বৈধ বলে গণ্য করেছে হাইকোর্ট। সেই বিধি অনুযায়ী ফলপ্রকাশ করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর ফলে সমস্যার মুখে পড়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের কাছে। এরপরেই গত ২৮ জুলাই হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। হাইকোর্টের প্রশ্ন এরপরেও কেন এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর হয়নি। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর থেকে এই সময়ের মধ্যে কীভাবে ওবিসি শংসাপত্র পেশ করা হল? কম সময়ের মধ্যে প্রকাশ করা এই মেধাতালিকার প্রতি প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এই মেধাতালিকার উপর সন্দেহ প্রকাশ করে এর ভিত্তিতে ফল প্রকাশ করতে চায় না হাইকোর্ট।

    প্রসঙ্গত, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল। পরীক্ষার পর কেটে গিয়েছে টানা ৩ মাস। এখনও পর্যন্ত ফলপ্রকাশ হয়নি। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আয়োজিত একাধিক পরীক্ষা এই ওবিসি জটের ফলে আটকে গিয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ ছাত্রছাত্রী। তাঁদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ফলপ্রকাশে দেরি হওয়ার জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)