সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস
দৈনিক স্টেটসম্যান | ০৯ আগস্ট ২০২৫
আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই রাজ্যে। উত্তরবঙ্গবাসীর জন্য এখনও স্বস্তির বার্তা নেই। সপ্তাহান্তে আরও এক দফা দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়াবিদদের মতে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। পাশাপাশি, মধ্য বাংলাদেশে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর একটি উচ্চচাপ বলয় বিস্তার করেছে। এই তিনের প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এই পাঁচ জেলায়। এর ফলে বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর। প্লাবিত হতে পারে নিচু এলাকা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সিকিমেও ধসের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
এদিকে, দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ও বীরভূমে ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট খানিকটা কমবে। তবে মঙ্গলবার ও বুধবার আবার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।