রানাঘাটে ১০ তারিখ থেকে এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু
দৈনিক স্টেটসম্যান | ০৯ আগস্ট ২০২৫
এতদিন শুধু এক্সপ্রেস আর মেট্রোতেই ছিল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এবার সেই তালিকায় নবতম সংযোজন লোকাল ট্রেন। রানাঘাট স্টেশন থেকে চালু হচ্ছে এই ট্রেনটি। আগামী ১০ আগস্ট এই এসি লোকাল ট্রেনের উদ্বোধন। সম্ভবত, আগামী ১১ আগস্ট থেকেই এসি লোকাল ট্রেনে সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এসি লোকালের সবকটি কামরাই শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। মোট ১২ টি কামরা থাকবে ট্রেনে। পুরো ট্রেন তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে। কামরার দুদিকেই থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। এছাড়াও মেট্রোর মতো এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকছে।
প্রসঙ্গত, পূর্বেই আভাস দেওয়া হয়েছিল, বাংলাতেও খুব শীঘ্রই এসি লোকাল ট্রেন চালু হবে। শুক্রবার নদিয়ার রানাঘাট স্টেশনে এসি লোকাল ট্রেন পরিদর্শনে আসেন রেল আধিকারিকরা। রেল আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ১০ তারিখ এই এসি লোকাল ট্রেনের উদ্বোধন। সেই মতো শিয়ালদহ-রানাঘাট লাইনের নিত্যযাত্রীরা এবার এসি লোকাল ট্রেনের পরিষেবা পেতে চলেছেন। কেমন হতে চলেছে সেই ট্রেনের ভাড়া? বিবৃতি দিয়ে তা আগেই জানিয়ে দিয়েছে রেল।
জানা গিয়েছে, এই এসি ট্রেনে বেশ কিছু আধুনিক প্রযুক্তি থাকছে। থাকছে সিসিটিভি, জিপিএস এর দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। ট্রেনে যাত্রীদের বসার জন্য মোট ১ হাজার ১২৮টি আসন থাকছে। পাশাপাশি যাত্রীরা যাতে ভালোভাবে দাঁড়াতে পারেন তার জন্য থাকছে পর্যাপ্ত পরিসর। সেই সঙ্গে লাগেজ বা ব্যাগ রাখার জন্য থাকবে অ্যালুমিনিয়ামের তাক।
নতুন এই এসি লোকাল ট্রেনের গতিও সাধারণ লোকাল ট্রেনের তুলনায় অনেকটাই বেশি হবে। ঘন্টায় এর গতি হবে ১১০ কিলোমিটার। প্রকাশ্যে এসেছে ভাড়ার তালিকাও। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে দমদম স্টেশন পর্যন্ত এক বারের ভাড়া হবে ৩৫ টাকা। সেই জায়গায় মাসিক ভাড়া হবে ৬২০ টাকা। আবার ব্যারাকপুর ও নৈহাটি পর্যন্ত ভাড়া হবে যথাক্রমে ৬০ টাকা এবং ৯০ টাকা। এই দুই স্টেশন পর্যন্ত মাসিক ভাড়া হবে যথাক্রমে ১ হাজার ২৭৫ টাকা এবং ১ হাজার ৮১০ টাকা। আবার রানাঘাট পর্যন্ত এক বারের ভাড়া হবে ১২০ টাকা এবং মাসিক ভাড়া হবে ২৪৩০ টাকা।
উল্লেখ্য, লোকাল ট্রেন মানেই প্রচণ্ড ভিড়ে আর প্যাচপ্যাচে গরমে ভোগান্তির একশেষ। সেই ধারণা এবার বদলাতে চলেছে রেল। গরমের সময়ে নিত্যযাত্রীদের যাতে দুর্ভোগ কমে, তার জন্যই এবার বাংলায় এসি লোকাল চালুর ভাবনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সেই উদ্যোগের শুরুতে পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম চালু হচ্ছে এসি লোকাল ট্রেন।