• রাজ্যকে না জানিয়েই SIR-এ সবুজ সংকেত? মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নবান্নের
    আজ তক | ০৯ আগস্ট ২০২৫
  • রাজ্যকে না জানিয়েই SIR প্রস্তুতি? শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO Kolkata) চিঠি দিল নবান্ন। রাজ্য সরকারের চিঠিতে উল্লেখ, ২০২৫ সালের ৮ অগাস্ট একাধিক প্রথম সারির সংবাদপত্রের প্রতিবেদন এবং ৭ অগাস্ট কয়েকটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে একটি খবর সম্প্রচারিত হয়েছে। সেই খবরে দাবি করা হয়েছে, কেন্দ্রের নির্বাচন কমিশনকে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বলা হয়েছে, রাজ্য বিশেষ ভোটার তালিকা সংশোধনের জন্য প্রস্তুত। রাজ্যের দাবি, এই বিষয়ে কোনও আলোচনাই করা হয়নি। নবান্নের অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানায়নি। কোনওরকম পরামর্শও গ্রহণ করা হয়নি।  

    চিঠিতে একথাও বলা হয়েছে যে, সংবাদপত্রের রিপোর্টের সত্যতা যাচাই করা জরুরি। বিভিন্ন রিপোর্টে যা প্রকাশিত হয়েছে, তা ঠিক কি না স্পষ্ট করতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে।  

    রাজ্যের স্বরাষ্ট্র ও হিল দফতর এই চিঠি দিয়েছে। তাতে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপে স্বচ্ছতা ও পারস্পরিক সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার।

    এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে এই তালিকা সংশোধন  অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফলে নবান্নের এই চিঠি শুধুমাত্র প্রশাসনিক বিষয়ই নয়, বরং এর ফলে আগামিদিনে রাজনৈতিক প্রভাবও পড়তে পারে।

    মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই চিঠির জবাবে কী জানায় এখন সেটাই দেখার।
  • Link to this news (আজ তক)